শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | হাসির ফোয়ারা থেকে বুদ্ধিদীপ্ত রসিকতা, গুড়ের মতোই মিষ্টি ‘পাটলিগঞ্জের পুতুলখেলা’

Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ জানুয়ারী ২০২৫ ১৮ : ০৫Soma Majumder


পরমা দাশগুপ্ত          

সরল চরিত্রদের সহজ গল্প। দেদার হাসিতে মন কাড়ল শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ছবি।

প্রচার বলছে, ‘দমফাটা হাসির ছবি’। যার নেপথ্যে টিম ‘মীরাক্কেল’ এবং পর্দায় হাজির টলিউডের সেরা কমেডি অভিনেতাদের বেশ কয়েক জন। ছবি যে হাসিতে ঠাসা হবে, তাতে আর সন্দেহ কী! প্রত্যাশা মতোই শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ছবি ‘পাটলিগঞ্জের পুতুলখেলা’ তাই মাতিয়ে দিচ্ছে সবাইকে।

ইদানীং বাংলা, হিন্দি, ইংরেজি কিংবা সিরিজ থেকে সিনেমা- সবেতেই মাল্টিলেয়ার্ড প্লটের ছড়াছড়ি। সে থ্রিলার হোক বা প্রেমকাহিনি, সম্পর্কের সমীকরণ বা ঘটনার ঘনঘটা, সবই এগোতে চায় জটিল বাঁকে। এমন সময়ে দাঁড়িয়েও ‘পাটলিগঞ্জের পুতুলখেলা’ এগিয়েছে একেবারে সাদামাটা, সহজ সরল এক গল্পের পথ ধরে। তাতে প্রেম আছে, বিয়ে আছে। আছে মন কষাকষি, দুঃখও। তবে তার সবটুকু জুড়েই আছে অফুরন্ত হাসিতে বোনা পলিটিক্যাল স্যাটায়ার। আছে রাজার নীতির মারপ্যাঁচ পেরিয়ে প্রজাদের জিতে যাওয়ার এক নিটোল কাহিনি।

ছবিতে কলকাতা থেকে খানিক দূরে পাটালিগঞ্জের এক সাধাসিধে ছেলে গোপাল মুখার্জি (সোহম মজুমদার)। পুতুলনাচ দেখানোই তার পেশা। যে কাজে রোজগারের দেখা নেই তেমন। আর তাই বাবা শৈবাল মুখার্জির (পরান বন্দ্যোপাধ্যায়) পেনশনটুকুই ভরসা। মা (মানসী সিংহরায়) মারা গিয়েছে বহু আগে। বাবা-ছেলের সংসারে গোপালের নিত্যসঙ্গী বকাঝকা আর বাইরে বেরোলে চায়ের দোকান থেকে বাজার সর্বত্র ধারবাকি-র গঞ্জনা। বাবা শৈবাল অবশ্য তার মধ্যেই স্বপ্ন দেখে, ঘরে লক্ষ্মীর বসত হবে এক দিন। মাথার উপরকার টালি সরে হবে পাকা ছাদ।  

এ হেন গোপাল গ্রামের দাদা সাধন সরকার (সুমিত সমাদ্দার)-এর বায়নায় খেলা দেখাতে যায় তার শ্বশুরবাড়ির গ্রাম পঞ্চমীতে। সেখানেই সে প্রেমে পড়ে যায় এক সুন্দরী কন্যে রাইয়ের (দিতিপ্রিয়া রায়)। এদিকে গুরুদেবের (দীপঙ্কর দে)পরামর্শে তার শিষ্যা পদ্মরানির (তনিমা সেন) বিধবা মেয়ে সেই রাইয়ের সঙ্গেই ছেলের বিয়ে ঠিক করে শৈবালও। এতে নাকি লক্ষ্মীলাভ হবেই!

বিয়ে করে রাই পাটালিগঞ্জে আসতেই নতুন টানাপোড়েন শুরু! তাকে আগামী বিধানসভা ভোটে ধূপদানি চিহ্নে প্রার্থী করে শাসক দলের স্থানীয় নেতা সুবোধ মাল (রজতাভ দত্ত)। পাল্টা চালে গোপালকে ধূপকাঠি চিহ্নে প্রার্থী করে বিরোধী দল। ব্রেকিং নিউজ পেতে তাদের হাঁড়ির খবরের দিকে তাক করে থাকে টিভি চ্যানেলের নামী সাংবাদিক মীর (মীর আফসার আলি)-ও। কোন দিকে গড়াবে ভোটের ভবিষ্যৎ? কার দিকে ঝুঁকবে পাটালিগঞ্জের গুড়ের মতো মিষ্টি মানুষগুলো? নাকি রাজনীতির দলাদলি বদলে দেবে দুই সদ্যবিবাহিত দম্পতির মনের সমীকরণ? এ সব নিয়েই এগিয়েছে ছবির গল্প।

পরান বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, রজতাভ দত্ত, তনিমা সেন, সুমিত সমাদ্দার, মীরের মতো জাত কমেডি অভিনেতারা যে জমিয়ে দেবেন, সে কথাই বাহুল্য। যথারীতি এ বলে আমায় দেখ, ও বলে আমায়! তবে এমন হেভিওয়েটদের ভিড়েও দুরন্ত অভিনয়ে মুগ্ধতা কুড়িয়ে নেন সোহম। সহজ সরল এক গ্রামের ছেলের নিষ্পাপ সততা, প্রেমে মশগুল এক তরুণের আবেগ কিংবা রাজনীতির মারপ্যাঁচ থেকে দূরে থাকতে চাওয়ার আকুলতা- সবেতেই তিনি ভীষণ রকম অনায়াস। কমেডি টাইমিংয়ে পাল্লা দেন দিতিপ্রিয়াও। তবে হ্যাঁ, তাঁর মধ্যে এখনও যেন ‘রানি রাসমণি’র বাস। তা থেকে বেরিয়ে আসার জায়গাটায় এবার খানিক মনোযোগ দেওয়া জরুরি। 
ভাল লেগেছে গানের ব্যবহারও। ইমন চক্রবর্তী এবং বিয়ের পরে এই প্রথম অনুপম রায় ও প্রশ্মিতা পালের যুগলবন্দিতে গানগুলো মন কাড়ে।

এ ছবির আসল নায়ক অবশ্য কাহিনি-চিত্রনাট্যকার ইমন চক্রবর্তীর চোখা সংলাপ। বিশেষত রাজনীতির ময়দানের চরিত্রদের সংলাপগুলো একাধারে বুদ্ধিমত্তা ও রসবোধের জমাটি জুটি। তবে হাসির খোরাক মানেই যত্রতত্র আদিরসের ছড়াছড়ি করে দেওয়াটা খানিক মীরাক্কেলীয় হয়ে গিয়েছে। আর তা বেশ কিছুটা ওভারডোজও হয়েছে বটে।

অন্য স্বাদের মজাদার প্লট। তবে রাজনীতির রঙ্গে-ব্যঙ্গে মোড়া হাসির ছবিতে ইচ্ছেমতো ইমোশন গুলতে গিয়ে মাপটা খানিক বেশি হয়ে গিয়েছে কোথাও কোথাও। এটুকু খামতি এড়াতে পারলে এ ছবি ঝকঝকে স্মার্ট হয়ে উঠত অনেকটাই। পরের ছবিতে পরিচালক এদিকটায় নজর দেবেন নিশ্চয়ই।


PataligunjerPutulkhela ReviewofPataligunjerPutulkhela Tollywood

নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার 

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে 

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য? 

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

সোশ্যাল মিডিয়া