গায়ে গরম জামা সঙ্গে মাথায় ছাতা। এমন ছবিই দেখা গেল মিজরাজের আইজলে। হালকা বৃষ্টির সঙ্গে সে শহরে একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। সারাদিন আইজলের আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন।