আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ প্রসঙ্গে নীরব থাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ির কাছে রাণীডাঙায় সীমা সুরক্ষা বল বা এসএসবি'র ৬১তম প্রতিষ্ঠা দিবসে তিনি উপস্থিত থাকলেও পড়শি দেশের অস্থির অবস্থা বা ভারতের প্রতি সেদেশের প্রাক্তন সেনাকর্তা বা বিভিন্ন সংগঠনের নেতৃত্বের বিরূপ মন্তব্য নিয়ে একটি কথাও উল্লেখ করলেন না। 

এদিন যেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর ভাষণ দিয়েছেন তার থেকে মাত্র মাত্র ১০ কিলোমিটার দূরেই বাংলাদেশ। উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ, সকলেই অপেক্ষা করছিলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কী বলেন তা শোনার। কিন্তু অপেক্ষাই সার।  একবারের জন্যও অমিত শাহ'র মুখে উঠে আসেনি 'বাংলাদেশ'। সীমা সুরক্ষায় এসএসবি'র বিভিন্ন ভূমিকার কথা স্মরণ করে তিনি তাঁদের প্রশংসা করেছেন। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রায় রাত বারোটা নাগাদ দিল্লি থেকে বিশেষ বিমানে বাগডোগরা পৌঁছন অমিত শাহ। রাতে এসএসবি'র অতিথিশালায় তিনি রাত্রিবাস করেন। এদিন এখানে অন্যান্য কাজ সারার পর এখান থেকে তাঁর ত্রিপুরা যাওয়ার কথা।