আজকাল ওয়েবডেস্ক: আইন মেনে তৈরি হয়নি। ঘটনাস্থলে পৌঁছে বহুতল নির্মাণ বন্ধ করে দিলেন পুর চেয়ারম্যান। আচমকাই চেয়ারম্যান-এর এই পদক্ষেপে মুখে কুলুপ নির্মাণ সংস্থার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরে জিটি রোডের পাশে কালিবাজারে। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এদিন ঘটনাস্থলে পৌঁছে এই নির্মাণ স্থগিত রাখার নির্দেশ দেন।
জানা গিয়েছে, ব্যস্ত রাস্তার পাশে দীর্ঘদিন ধরেই নির্মিত হচ্ছিল এই পেল্লাই বহুতলটি। পুরসভার একটি সূত্র জানায়, এই বহুতলটির নির্মাণ কিছুটা হওয়ার পর অভিযোগ ওঠে পুর আইন মোতাবেক এটি নির্মিত হচ্ছে না। অভিযোগ যায় চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার নিজে এবিষয়ে খোঁজ নিতে থাকেন। অভিযোগ, বারবার বলা সত্বেও ওই সংস্থার তরফে পুরসভায় যোগাযোগ করা হয়নি। এই অবস্থায় আচমকাই এদিন ওই বহুতলে আসেন পুর চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। উদ্দেশ্য, সরেজমিনে খতিয়ে দেখা।
এসেই চারিদিক ঘুরে দেখেন পুর চেয়ারম্যান। খোঁজ নেন বিভিন্ন বিষয়ের। সবকিছু দেখে তিনি পরিষ্কার জানিয়ে দেন, এই মুহূর্তে এই বহুতল নির্মাণ বন্ধ করতে হবে। যা শুনে উপস্থিত সকলেই পরস্পর পরস্পরের মুখের দিকে তাকাতে থাকেন।
হঠাৎ এই সিদ্ধান্ত? পরেশের উত্তর, পুর আইন না মেনেই তৈরি হয়েছে এই বহুতল। উঠেছে আটতলা এই বাড়ি। বাড়ি তৈরির সময় যে ছাড় দেওয়ার নিয়ম আছে সেই নিয়ম মানা হয়নি। বারবার মালিককে ডেকে এবিষয়ে জানার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাই আপাতত কাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতদিনের মধ্যে নির্মাণ সংস্থাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পুরসভায় দেখা করতে বলা হয়েছে।
