আজকাল ওয়েবডেস্ক :   একটি  কোম্পানির দামী মোটরসাইকেল দেখতে যাওয়াই কাল হল সালার থানার কান্দরা -মিল্কিপাড়া এলাকার এক কুখ্যাত দুষ্কৃতীর। মোটরসাইকেলের দোকানের সামনে উঁকিঝুঁকি মারার সময় বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সালার থানার পুলিশ ওই দুষ্কৃতীকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করল। 

 

পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই দুষ্কৃতির নাম আলম শেখ। তার বাড়ি সালার থানার কান্দরা -মিল্কিপাড়া এলাকায়। ধৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পাইপ গান এবং একটি পয়েন্ট ৩০৩ বোরের গুলি। 

 

পুলিশ সূত্রে জানা গেছে -বৃহস্পতিবার রাতে কান্দরা মাঠ সংলগ্ন একটি মোটরসাইকেলের শোরুম-এর কাছে কোনও অপরাধ করার জন্য আগ্নেয়াস্ত্র এবং গুলি নিয়ে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ ওই এলাকায় হানা দেয় এবং ওই আলমকে আটক করে। সূত্রের খবর -গ্রেপ্তারির আগে ওই ব্যক্তি মোটরসাইকেলের দোকানে উঁকিঝুঁকি মেরে দামী মোটরসাইকেল দেখছিল। পুলিশের অনুমান ওই দোকানে কোনও অপরাধ করার পরিকল্পনা ছিল আলমের। 

 

সালার থানার এক আধিকারিক জানান - ধৃত আলমের বিরুদ্ধে এর আগেও এলাকাতে লোকজনকে ভয় দেখানো এবং অন্য অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কী উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেল শোরুম-এর কাছে ঘোরাঘুরি করছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তির ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে শুক্রবার তাকে কান্দি আদালতে পেশ করা হচ্ছে।