শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

 India now leading the series by 2-1

খেলা | সেঞ্চুরিয়নে সূর্যর কপালে জয়ের তিলক, ১১ রানে প্রোটিয়াদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

KM | ১৪ নভেম্বর ২০২৪ ০০ : ৫২Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: সেঞ্চুরিয়নে সেঞ্চুরি  তিলক বার্মার। সেঞ্চুরিয়নে জয়ের তিলক অধিনায়ক সূর্যকুমার যাদবের কপালে। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত এগিয়ে গেল ২-১-এ। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা কি ফিরে আসতে পারবে? জয় ছিনিয়ে নিয়ে কি সিরিজে সমতা ফেরাতে পারবে প্রোটিয়া ব্রিগেড? সময় এর উত্তর দেবে।

সেঞ্চুরিয়নে ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল ৬ উইকেটে ২১৯ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের এটাই সর্বোচ্চ রান। কিন্তু এই বিশের ক্রিকেটে পাহাড়প্রমাণ রানও নিরাপদ নয়। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জেতার জন্য দরকার ছিল ২৫ রান। প্রোটিয়া ব্রিগেড ১১ রানে ম্যাচটা হারলেও ভারতের ক্রিকেটভক্তদের রক্তের গতি বাড়িয়ে দিয়েছিলেন ক্লাসেন (২২ বলে ৪১), ইয়ানসেনরা (১৭ বলে ৫৪)। শেষ ওভারে একসময়ে প্রোটিয়াদের জন্য জেতার সমীকরণ ছিল ৪ বলে ১৮ রান। অর্শদীপ সিং শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের মুখের হাসি চওড়া করেন। দক্ষিণ আফ্রিকা সাত উইকেটে ২০৮ রানে থেমে যায়। কিন্তু ক্লাসেন ও ইয়ানসেন আরেকটু হলেই অসাধ্য সাধন করে ফেলতেন। তিলক বার্মার কীর্তিও হয়তো চাপা পড়ে যেত। কিন্তু ক্রিকেট-ঈশ্বর অন্য কিছু ভেবে রেখেছিলেন। সেই কারণেই জয়ের তিলক পড়লেন সূর্য। বলতে গেলে আফ্রিকার পুরুষ সিংহদের মুখের থেকে গ্রাস কেড়ে নিল ভারত।    

যত কাণ্ড দক্ষিণ আফ্রিকায়। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ডারবানে ২১৮ রান করেছিল ভারত। সেই ম্যাচে যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রডকে ছ' বলে ছ'টি ছক্কা হাঁকিয়েছিলেন। এতদিন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ডারবানের সেই ২১৮-ই ছিল সর্বোচ্চ। সেঞ্চুরিয়নে ভারত ছাপিয়ে যায় ১৭ বছর আগের সেই স্কোরকেও। সেঞ্চুরি হাঁকালেন তিলক বার্মা। তাঁর জন্যই ভারত পৌঁছে গেল ২১৯ রানে। ভারতের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে কনিষ্ঠ ফরম্যাটে এটাই ভারতের সর্বোচ্চ রান। রেকর্ড গড়া হয় যে ভাঙার জন্যই। এই আপ্তবাক্যটা আরও একবার প্রমাণিত হল প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশে।  

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শূন্য রানে এক উইকেট চলে যায় ভারতের। সেখান থেকে যে ভারত ২১৯-এ পৌঁছবে তা কেউ কল্পনাও করেননি। একমাত্র তিলক বার্মাই বোধহয় অন্যরকম কিছু ভেবেছিলেন। তিন নম্বর পজিশনে নামেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু এদিন অধিনায়ক তিলককে পাঠান তিনে। তার পর চলল তিলকের দাপট। তিনি এবং অভিষেক শর্মা ১০৭ রান জোড়েন। অভিষেক নিজে ২৫ বলে ৫০ রান করেন। তিলককে তিনে পাঠিয়ে যে ভুল করেননি অধিনায়ক সূর্য, তার প্রমাণ দেন এই তরুণ ব্যাটার। ম্যাচের সেরা তিলক বার্মা।

অভিষেক শর্মা ফিরে যাওয়ার পরে সূর্যকুমার যাদবও (১) দ্রুত ফিরে যান। বেশিক্ষণ টেকেননি হার্দিক পাণ্ডিয়া (১৮)। ৪ উইকেটে ১৩২ হয়ে যায় ভারত। রানের গতি যায় কমে। কিন্তু অন্যপ্রান্তে যে ছিলেন তিলক। তিনি শুরু করেন প্রলয়। কখনও সঙ্গী হিসেবে পান রিঙ্কু সিংকে, কখনও অভিষেক হওয়া রামনদীপকে। তিলক বার্মা এক মুহূর্তের জন্যও থামেননি।  

৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন তিলক। ৮টি বাউন্ডারি ও ৭টি বিশাল ছক্কা মারেন তিনি। নিজের ইনিংস প্রসঙ্গে তিলককে বলতে শোনা গিয়েছে, ''খুব খুশি আমি। দীর্ঘদিন ধরে এই মুহূর্তটারই অপেক্ষায় ছিলাম। চোট সারিয়ে ফিরে এসে সেঞ্চুরি করা অবিশ্বাস্য ব্যাপার। শুরুতে চ্যালেঞ্জিং ছিল। পরের দিকে উইকেট সহজ হয়ে যায়। আমি আর অভিষেক চাপে ছিলাম। আমাদের পার্টনারশিপটার খুব দরকার ছিল। আমরা ২০০-২১০ রান করার কথা ভাবছিলাম। আমাদের স্পিনাররা ভাল বল করছে। ওদের হাতে রানের পুঁজি থাকলে আরও ভাল বল করবে। ম্যাচটা আমরা জিতব।'' শেষ পর্যন্ত ম্যাচটা জিতল ভারত। নতুন এক তারার উদয় হল।  


#Aajkaalonline#Ind vs SA#India beats SA

নানান খবর

নানান খবর

লাস্যময়ী অভিনেত্রীকে নিয়ে বিরাট কাণ্ড! আইপিএল চলাকালীন বিতর্কে কোহলি, বাধ্য হলেন এই কাজ করতে

যৌন হেনস্থার ঘটনায় ফেঁসে কেরিয়ার ডুবে গিয়েছিল এই বার্সা তারকার, সেই ঘটনাতেই এবার সামনে এল নতুন আপডেট

পহেলগাঁওয়ের ঘটনার ছায়া এশিয়া কাপে, বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ, সফর নিয়েও অনিশ্চয়তা

এখনও নাকি প্লে অফে যেতে পারে হায়দরাবাদ!‌ কোন অঙ্কে জানুন 

আইপিএল ক্রিকেটারের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ, পুলিশ হন্যে হয়ে খুঁজছে বাঁহাতি এই ব্যাটারকে

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

সোশ্যাল মিডিয়া