আজকাল ওয়েবডেস্ক: আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, এক নয় পরপর একাধিক নিম্নচাপ বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ চেন্নাই উপকূলের দিকে রয়েছে। আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী সপ্তাহে। যেটি ওড়িশা অন্ধ উপকূলে প্রভাব বিস্তার করবে। অন্যদিকে সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। বৃহস্পতিবার এটি আরও শক্তি বাড়াবে, এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল। শুক্রবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে চেন্নাইয়ের কাছাকাছি কোনও জায়গায়। উত্তর বাংলাদেশেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। 

 

 

হাওয়া অফিস মনে করছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসবে। যার প্রভাবে এখনই অফিসিয়ালি বর্ষা বিদায় বলা হলেও, বর্ষা রেহাই দিচ্ছে না বঙ্গকে। 

 

শুধু এই সপ্তাহ নয়, গভীর নিম্নচাপের কারণে বৃষ্টি হবে আগামী সপ্তাহেও। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সতর্কতা উত্তরের পাঁচ জেলাতেও। মাঝে শনিবার থেকে এক-দু'দিন আবহাওয়া শুষ্ক থাকলেও, আগামী সপ্তাহ থেকে নিম্নচাপের কারণে জেলায় জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাওনা রয়েছে বলে জানা গিয়েছে।