
শনিবার ২৪ মে ২০২৫
তীর্থঙ্কর দাস: উৎসবের পথে 'কাঁটা'র' খোঁচার অভিযোগ। সাক্ষী থাকল তিলোত্তমা। এমন একটা জায়গায় এই খোঁচা লাগল যা ধারে ভারে কলকাতার মধ্যে যথেষ্ট সুপ্রতিষ্ঠিত। দক্ষিণ কলকাতার সিংহী পার্কের পুজোয়। পঞ্চমীর রাতে ঘটা একটি ঘটনাকে নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় জনৈক ফুচকা বিক্রেতার ডালা রাস্তায় ফেলে দিচ্ছেন কমিটির এক সদস্য। মুহূর্তেই নেটিজেনদের তিরষ্কারের মুখে পড়ে এই পুজো কমিটি।
ঘটনাটি ঠিক কী তা জানতে আজকাল.ইন-এর তরফে পুজো কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়। কমিটির সদস্য ভাস্কর নন্দী জানিয়েছেন, 'গতকাল এক ফুচকা বিক্রেতা আমাদের পুজো মণ্ডপের প্রবেশপথের সামনে ফুচকা বিক্রি করছিলেন। যেহেতু তিনি একটি কোম্পানির ব্র্যান্ডিং-এর সামনে ডালাটি রেখেছিলেন তাই তাঁকে দুপুরেই সরে যেতে বলা হয়। কিন্তু তিনি রাজি হননি। সন্ধ্যায় ভিড় বাড়লে কমিটির সদস্যরা যখন তাঁকে সরে যাওয়ার জন্য কথা বলছিলেন তখন এক সদস্যের হাত লেগে ফুচকার ডালা মাটিতে পড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় তাঁর বিক্রির সামগ্রী। ঘটনার কথা জানতে পারার পরেই সেই সদস্যকে বহিষ্কারের পাশাপাশি ওই ফুচকা বিক্রেতাকে ৩৬০০ টাকা সিংহী পার্কের তরফে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে।'
ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। সৃজা চ্যাটার্জি জানিয়েছেন, 'ক্ষতিপূরণ দেওয়া পরের বিষয়। কিন্তু তার আগে যে ঘটনা ঘটল তার দায়িত্ব কে নেবে? কারোর রুটি রুজিতে লাথি মারার সাহস আসে কোথা থেকে!' তিথি দাস বলেন, 'যেটুকু সমাজ মাধ্যমে দেখেছি তাতে এটাই বলব অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে। পুজো কমিটির সদস্য মানে যে সব কিনে নিয়েছে এরকম তো নয়!'
ইতিমধ্যেই কারণ জানতে চেয়ে শোকজ নোটিশ দেওয়া হয়েছে ওই সদস্যকে। পাশাপাশি নিজেদের সমাজ মাধ্যমে পুরো বিষয়টি জানিয়ে ক্ষমা পর্যন্ত চেয়েছে সিংহী পার্ক দুর্গাপূজা কমিটি।
‘এখানেই শেষ নয়, আবারও পাহাড় জয় করতে বেরোব’, কলকাতায় ফিরে জানালেন কনস্টেবল লক্ষ্মীকান্ত
লরির চাকায় পিষল শিশুর মাথা, মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়
ফের নৃশংস র্যাগিং-এর অভিযোগ যাদবপুরে! এবার অভিযোগ দুই 'প্রাক্তন' এসএফআই কর্মীর বিরুদ্ধে
পোশাক আর দাড়ি দেখেই ইন্টার্নকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দিলেন অধ্যাপক? মেডিক্যাল কলেজে তৈরি অনুসন্ধান কমিটি
শিয়ালদহ বা হাওড়ার ছবি তুললেই বিশাল বিপদ? নতুন নিয়ম জেনে সাবধান হোন
বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন
ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন, এল কোথা থেকে?
রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির
কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে সিংহী পার্কের বিশেষ আয়োজন ‘কবি প্রণাম’
দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি
কলকাতা পুলিশের কনস্টেবল পা রাখলেন মাউন্ট এভারেস্টে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীও
নতুন করে আলোচনার কোনও অবকাশ নেই, হঠকারি জায়গা থেকে সরে এসে সরকারের সঙ্গে সহযোগিতা করুন: ব্রাত্য
রহস্য না কি সম্মিলিত অপরাধ: চকোলেট কাড়ছে শৈশব, কীভাবে?
আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু তা কখনও উগ্র, হিংস্র হয় না: অভিষেক
ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে বিরাট মিছিলের সাক্ষী কলকাতা, পা মেলালেন সেনারাও