
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কুমির আতঙ্ক মাথায় নিয়ে রবিবার সকালে মুর্শিদাবাদ জেলাতে শুরু হয়েছে ভাগীরথী নদী বক্ষে বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার খোলা জলে সাঁতার প্রতিযোগিতা। রবিবার সকালে আহিরণ ঘাট থেকে এই প্রতিযোগিতার সূচনা করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমান। আজ বিকাল নাগাদ এই প্রতিযোগিতা শেষ হবে বহরমপুর কে এন কলেজ ঘাটের কাছে এসে।
৮১ কিলোমিটার বিভাগে দেশ বিদেশ মিলিয়ে মোট ১৮ জন প্রতিযোগীর অংশগ্রহণ করার কথা থাকলেও শেষ পর্যন্ত আজ সাঁতার কাটতে নেমেছেন মাত্র ৯ জন প্রতিযোগী। তাঁদের মধ্যে আটজন পুরুষ এবং একজন মহিলা। কোনও বিদেশি প্রতিযোগী এবার ৮১ কিলোমিটার বিভাগে অংশগ্রহণ করেননি বলে উদ্যোক্তারা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে বিশ্বের দীর্ঘতম এই সাঁতার প্রতিযোগিতাতে এত কম প্রতিযোগী অংশগ্রহণ করেননি বলেও জানা গেছে।
অন্যদিকে গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের গঙ্গা নদীর ভাঙন কবলিত সামশেরগঞ্জ এলাকায় ভাগীরথী নদী বক্ষে একটি কুমির দেখা যাওয়ার পর উদ্যোক্তাদের তরফ থেকে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। সাঁতারুদের সাথে শুরু থেকেই রয়েছে বনদপ্তর এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষ প্রশিক্ষিত বাহিনী।
সাঁতার প্রতিযোগিতার আহিরন সাব কমিটির আহ্বায়ক সুভাষ লালা বলেন, 'কিছুদিন আগে সামশেরগঞ্জ এলাকার কাছে একটি কুমির দেখতে পাওয়া গিয়েছিল। সেই কারণে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রেখেছিলাম বনদপ্তরের একটি দলকে প্রতিযোগীদের সাথে রাখার জন্য। আমাদের অনুরোধে সাড়া দিয়ে প্রশাসনের তরফ থেকে বনদপ্তর এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে সাঁতারুদের সাথে রাখা হয়েছে যে কোনও রকম দুর্ঘটনা এড়ানোর জন্য। তাঁরা আহিরন ঘাট থেকে শুরু করে বহরমপুর পর্যন্ত প্রতিযোযোগীদের সাথে যাবেন।'
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে- সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক সাঁতারুদের পাশে একটি করে হাতে টানা 'লাইফ সেভার' নৌকা ছাড়াও দু'টি লঞ্চ এবং আরও একাধিক নৌকা থাকছে তাদের সুরক্ষার জন্য। বনদপ্তর এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকেরা অন্য নৌকাতে প্রতিযোগীদের সামনে থাকছেন।
বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন সকাল থেকে শুরু করে বেলা দশটা পর্যন্ত কোনও কুমির এখনও তারা ভাগীরথীর জলে দেখতে পাননি। যদিও নিজেদের প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি বনদপ্তরের দলটি। তাদের কাছে জাল, লাঠি এবং অন্যান্য সরঞ্জাম রয়েছে কুমির তাড়ানোর জন্য।
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে