
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার প্রায় দুপুরে দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে কল টাইমের আধ ঘন্টা আগেই হাজির হয়ে গিয়েছিলেন অভিনেতা দীপঙ্কর দে। শুটিংও সেরেছেন। খবর সেটা নয়। খবর হল, সোমবার রাতে বাড়িতে একটি দুর্ঘটনার জেরে বর্ষীয়ান অভিনেতার ডান কানের উপরের অংশ কেটে প্রায় দু'ফালা হয়ে গিয়েছে। সেই দুর্ঘটনার পর বিশ্রাম না নিয়ে নিয়েও এদিন শুটিং সেরেছেন এই সত্তরোর্ধ্ব অভিনেতা।
সোমবার বাড়িতে রাতের খাওয়ার পর নির্দিষ্ট সময়ে ঘুমোতে গিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। এরপর ঘুমের ঘোরে খাট থেকে আচমকা সশব্দে পড়ে যান তিনি। বেশ জোরেই পড়েছিলেন এবং বেকায়দায় পড়েছিলেন। যার ফলে তাঁর ডান কানের উপরের অংশের অনেকটাই কেটে গিয়েছে।জানা গিয়েছে, বেশ রক্তপাতও হয়েছে। তবে দুর্ঘটনার পর এদিন সকালে সময়মতো 'বঁধুয়া'র শুটিং সেটে হাজির হয়েছিলেন 'শ্যাম সুন্দর চৌধুরী '। স্রেফ 'ফার্স্ট এড' নিয়ে। কাউকে নিজের শারীরিক যন্ত্রণার কথা টের পেতে দেননি। দীপঙ্কের কথায়, "ও কিছু না। এখন ঠিক আছি আর কী"।
বিষয়টি প্রথম নজরে পড়ে 'বঁধুয়া' ধারাবাহিকে দীপঙ্কর দের সহকর্মী রেজওয়ানের। তিনি এই ধারাবাহিকের মুখ্য অভিনেতা। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে ব্যক্তিগত স্তরেও তাঁর যথেষ্ট হৃদ্যতা। তিনি জিজ্ঞেস করাতে দীপঙ্কর দে এই দুর্ঘটনার কথা বলেন। কেন ডাক্তারের কাছে ছুটছেন না ক্ষতস্থান সেলাই করার জন্য? সত্যজিৎ রায়ের 'আগন্তুক' ছবির অভিনেতার জবাব, "ঠিক হয়ে যাবে"। বোঝা গেল, এসব বিষয়ে তাঁর বেশ অনীহা।
আজকাল ডট ইন-কে রেজওয়ান বললেন, "এই বয়সেও কাজের প্রতি ওঁর এই নিষ্ঠা তা শিক্ষণীয়। বিশেষ করে আমাদের প্রজন্মের অভিনেতার কাছে। অনেক অভিনেতা, অভিনেত্রী রয়েছন যাঁরা সামান্য বিষয় নিয়ে কত দাবি দাওয়া করেন সেখানে ওঁর মতো কিংবদন্তির পর্যায়ের একজন অভিনেতা নিজের শারীরিক যন্ত্রণার কথা বাকিদের টের পেতে না দিয়ে কাজ করে চলেছেন। উনি চাইলেই আজকের দিনটা বিশ্রাম নিতেই পারতেন। নিলেন না। কেন? তাহলে আজকের চিত্রনাট্য অনুযায়ী দৃশ্যে ওঁর সহ-অভিনেতারা সমস্যায় পড়বে। ওঁকে বললাম হাসপাতালে যাওয়ার কথা...হাতের ইশারা করে উড়িয়ে দিলেন। খালি বললেন, 'সেরে যাবে'।
স্টুডিওর যে ঘরটায় দীপঙ্কর দে বসেন, ভিতরটা বেশ গরম। বর্ষীয়ান অভিনেতার কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম। জানা গেল, বাতানুকূল যন্ত্রটি বিগড়েছে। তার মধ্যেই চিত্রনাট্য পড়ছেন। পরের দৃশ্যে অভিনয়ের জন্য মনে মনে প্রস্তুতি সারছেন। জিজ্ঞেস করাতে স্মিত হাসিমুখে জবাব এল, "কী করব... তাছাড়া একবার সেটে ঢুকে পড়লে, ক্যামেরা অন হয়ে গেলে বাকি বিষয়ে মাথা ঘামালে অভিনয়টা করব কখন? "
ফ্লোর থেকে ভেসে আসছে গুঞ্জন। তড়িঘড়ি চলছে পরের দৃশ্য শুটিংয়ের তোড়জোড়।বিকেলের রোদ তখন ছুঁয়েছে শুটিং চত্বরের মেঝে।
'মিত্তির বাড়ি' থেকে সোজা জেলে আটক অভিনেতা সোহেল দত্ত! কোন গুরুতর অভিযোগ উঠলো তাঁর বিরুদ্ধে?
ইনস্টাগ্রামে আনফলো, ছেলেকে নিয়ে পাহাড়ে নুসরত, সমুদ্রতটে যশ! সম্পর্কে কি উঁকি দিচ্ছে ভাঙনের ইঙ্গিত?
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!
বড়পর্দায় যাত্রা শুরু 'রাঙ্গামতি' মনিষার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
টলিপাড়ার শিল্পীদের কাজে বাধা দেওয়া যাবে না! ফেডারেশন-পরিচালক মামলায় হাইকোর্টের রায়
কান-এর লাল গালিচায় ছেঁড়া পোশাকে উর্বশী রাউতেলা! নায়িকার কাণ্ড দেখে ছিঃছিঃ নেটপাড়ায়
'অপারেশন সিঁদুর' নিয়ে ছবি তৈরির বিষয়ে ভিকির সঙ্গে তুমুল ঝামেলা অক্ষয়ের? খুল্লম খুল্লা টুইঙ্কল খান্না!
অনন্যা পাণ্ডের ‘ব্লাউজ’ পরে মঞ্চে উঠলেন টাইগার শ্রফ? অভিনেতাকে নিয়ে শুরু হাসির তুফান!