
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: প্রয়াত চন্দননগরের বিখ্যাত আলোক শিল্পী বাবু পাল। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি, তাঁর চিকিৎসা চলছিল। মঙ্গলবার গভীর রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে প্রয়াত হন আলোর জাদুকর। দুবাই, প্যারিস থেকে শুরু করে বিদেশের নানান জায়গায় নানান উৎসবে ডাক পড়ত।
মুম্বইয়ে বিগ বি অমিতাভ বচ্চনের বাড়ি আলো দিয়ে সাজিয়েছিলেন। তাঁর হাতে তৈরি আলোর কারুকাজ বাবু পাল নাম টাকে রাজ্য দেশ তথা বিদেশেও পরিচিত ছিল। প্রত্যেক বছর পুজো এলেই কর্মব্যস্ত হয়ে উঠত চন্দননগর পঞ্চাননতলার বাবু পালের আলোর স্টুডিও। প্রতি বছরই নতুনত্ব থাকত। চন্দননগরে আলোর জাদুকর বলা হয় শ্রীধর দাস কে। দেশ-বিদেশে নানা ধরনের আলোর সাজ চন্দননগরের আলোকে প্রথম বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন শ্রীধর। পরবর্তী সময়ে বাবু পাল তার নিজস্ব সৃষ্টিশীলতায় চন্দননগরের আলোকে একটা অন্য পর্যায়ে নিয়ে যান।
ডাক পেয়েছেন অমিতাভ বচ্চনের মুম্বই এর বাড়ি সাজানোর, দুবাইয়ে শপিং ফেস্টিভ্যাল, প্যারিস সহ নানান জায়গায়। কলকাতার শ্রভূমি স্পোর্টিং এর পুজো থেকে একাধিক নামি দুর্গা পুজো কমিটি বাবু পালের আলোতেই সেজে উঠেছে এতদিন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় বাবু পালের আলো এখনও অন্যতম আকর্ষণ। কলকা আর টুনি বাল্বের আলোর বিবর্তন ঘটিয়ে বাবু পালের এলইডি আলো দিয়ে পরীক্ষা-নিরীক্ষা সফল হয়েছিল। প্রতিবছর সাম্প্রতিক ঘটনাবলীর ওপর তৈরি তাঁর থিমের আলো সকলকে তাক লাগিয়ে দিত।
ছোটোদের মজার আলো থেকে ডিজনি ল্যান্ড, মিকি মাউস এলইডি আলোতে সাজিয়ে তুলতেন পুকো মণ্ডপ। থাকতো আলোর তৈরি অলিম্পিক, বিশ্বকাপ ফুটবল থেকে শুরু করে যেকোনো বড় ঘটনা। এদিন আলোক শিল্পীর শেষ যাত্রায় তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন চন্দননগরের আলোক শিল্পীরা। ছিলেন চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কাউন্সিলর সহ চন্দননগর ও ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য ও শহরের অনেকেই। এদিন মেয়র রাম চক্রবর্তী বলেন, 'বাবু পাল আর নেই, কিন্তু তাঁর কাজ থেকে যাবে। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ বলেন, শিল্পীর কখনও মৃত্যু হয় না। বাবু পাল অনেক কষ্ট করে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছিলেন। চন্দননগরে শ্রীধর দাসের হাত ধরে যেমন অনেক শিল্পী তৈরি হয়েছেন। বাবু পালের হাত ধরে অনেক শিল্পী এসেছেন। তারা আগামী দিনে চন্দননগরের আলোকে এগিয়ে নিয়ে যাবেন। বিশ্বের দরবারে চন্দননগরের আলোকে পৌঁছে দিয়েছিলেন বাবু পাল।'
শ্রীধর দাস বলেন, 'বাবু আমার অনেক পরে কাজ শুরু করে। পঞ্চানন তলায় একজনের থেকে আলো কিনে বাবু কাজ শুরু করে। অলোক পরামানিক-এর কাছে কাজ শিখেছিল। তারপর নিজের চেষ্টায় ও এতদূর পৌঁছেছে।ভালো লাগে যখন চন্দননগরের আলো মানেই বাবু পালের নাম আসে। ওর চলে যাওয়া দুঃখের।'
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে