
শনিবার ২৪ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: স্ত্রী জয়শ্রী রায়ের মৃত্যুর পর প্রথমবার ৪ আগস্ট দুঃখ ভুলে মেয়ে একতা ভট্টাচার্যের হাত ধরে নতুন শুরু প্রবাদ-প্রতিম পরিচালক প্রভাত রায়ের। মুক্তি পেল প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, রুদ্রনীল ঘোষ, আবির চট্টোপাধ্যায়ের পাশাপাশি এদিন সুদূর স্বপ্ননগরী থেকে হাজির হয়ে সকলকে চমকে দিলেন শচীন পিলগাওকার।
মুম্বাইতে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে পৌঁছালেও নিজের অজান্তেই ক্ল্যাপস্টিক হাতে ধরে সহ পরিচালক থেকে একদিন সফল পরিচালক হয়ে যান প্রভাত রায়। এরপর তাঁর হাতে তৈরি একাধিক সুপারহিট ছবি। তাঁর ছবিতে প্রথম অভিনয় করেন এমন একাধিক অভিনেতা-অভিনেত্রীরা আজ সুপারস্টার। এ যেন সত্যিই এক স্বপ্নের মত। আর সেই স্বপ্নের কিছু মুহূর্ত পাঠকরা জানতে পারবেন 'ক্ল্যাপস্টিক'- এ। জয়শ্রী রায়ের মৃত্যুর পর নিজের জীবনকে আর গুরুত্ব দেননি প্রভাত রায়। তবে সেই সময়ই জীবনে নতুন আলোর হদিস দেন মেয়ে একতা ভট্টাচার্য। মা জয়শ্রী রায়ের শাড়ি পড়ে এদিন হাজির হলেন একতা ভট্টাচার্য। প্রভাত রায় জানালেন, হঠাৎ করে তাঁর মেয়ে জীবনে না আসলে হয়তো এই দিনটা কখনও আসতই না।
এই বইতে নিজের জীবনের নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রবাদপ্রতিম পরিচালক। সঙ্গে এও মনে করিয়ে দিলেন,ইন্ডাস্ট্রিতে আসতে গেলে সকলকেই শিখে আসতে হবে, না হলে যাত্রা পথ কখনওই লম্বা হবে না। এদিন ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। প্রভাত রায়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্ যাপন করার পাশাপাশি কৌশিক গঙ্গোপাধ্যায় জানালেন, এটাই এই বছরের সেরা উপহার। শচীন পিলগাওকার তাঁদের অসম বয়সী বন্ধুত্বের কথা ভাগ করে নেওয়ার পাশাপাশি প্রভাত রায়কে উপহার হিসেবে দিলেন একটি পেন। যাতে এই লেখা তিনি চালিয়ে যেতে পারেন বহু বছর।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জানান, তাঁদের এই সম্পর্ক আসলে প্রফেশনাল নয়। এই সম্পর্ক এখন আর তৈরি হয় না, এই ভালবাসা পাওয়া যায় না। বাংলা ইন্ডাস্ট্রি যতদিন থাকবে প্রভাত রায়ও ততদিন থাকবেন। শাশ্বত চট্টোপাধ্যায় জানালেন, শুটিং সেটে সকলের সঙ্গে কীভাবে আনন্দ করে নানা ধরনের খাবার খেতেন প্রভাত রায়। টোটা রায় চৌধুরীর কথায়, এই মানুষটার জন্যই তিনি আজ এই জায়গায় কিছুটা হলেও দাঁড়িয়ে আছেন, তাঁকে ছবির জন্য বেছে নিয়েছিলেন প্রভাত রায়ের স্ত্রী জয়শ্রী রায়। সুদীপ্তা চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায় সহ একাধিক তারকার এদিন পুরনো দিনের কথা মনে করে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ঠিক যেন ফেলে আসা সময়টাই আবারও ফিরে যাওয়া।
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?