মাঝরাতে তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা, সিসিইউতে চিকিৎসাধীন মদন || চেন্নাইয়ে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.‌২ || ফিরছে শীতের আমেজ, ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা || ভোটে হারের পরেই পেলেন চোট, হাসপাতালে ভর্তি তেলেঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী || আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ৩ || হাওড়াগামী জনশতাব্দীতে আগুন || উত্তরবঙ্গগামী কাঞ্চনকন্যা–সহ ৫ ট্রেন বাতিল, কলকাতা থেকে অতিরিক্ত বাস চালাবে এনবিএসটিসি || মিগজাউমের প্রভাবে শুক্রবার অবধি বঙ্গে বৃষ্টির সম্ভাবনা, শনিবার থেকে কমবে তাপমাত্রা || অসমে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.‌৫ || জলদাপাড়ায় চিতাবাঘের রক্তাক্ত দেহ উদ্ধার || ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা ||

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি

সম্পূর্ণ খবর

Music: রহমান বিদ্রোহী কবিকে চেনেন না? বাঙালি গায়কেরাই বা বিকৃত গান গাইলেন কী করে: খিলখিল কাজী

নিজস্ব সংবাদদাতা | ১৬ নভেম্বর ২০২৩ ২৩ : ৩৯


‘‘রহমান কি কাজী নজরুল ইসলামকে জানেন না? তাঁর গান কোনও দিন শোনেননি? না শুনে থাকলে ইউটিউবে তো শুনে নিতে পারতেন! এখন তো অজানাকে জানার অনেক উপায় রয়েছে’’, প্রতিটি শব্দের মধ্যে দিয়ে রাগ-ক্ষোভ-ঘৃণা গলগলিয়ে বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার, কলকাতায় প্রেস ক্লাবে নজরুলগীতি ‘কারার ওই লৌহ কপাট’-এর বিকৃতি নিয়ে এভাবেই তীব্র প্রতিবাদ জানালেন ‘বিদ্রোহী কবি’র নাতনি খিলখিল কাজী। রাজা কৃষ্ণ মেননের ‘পিপ্পা’ ছবিতে এ আর রহমান স্বদেশপ্রেমের গানটির সুর আমূল বদলে দিয়েছেন। এবং অবলীলায় সেই গান গেয়েছেন একদল বাঙালি গায়ক-গায়িকা। খিলখিল কাজীর তাই নিয়েও তীব্র অভিযোগ। আজকাল ডট ইনের মুখোমুখি হয়ে তিনি সপাট প্রশ্ন ছুঁড়েছেন, ‘‘যাঁরা গেয়েছেন তাঁরা তো বাঙালি, তাঁরাও কি কবিকে জানেন না? কী করে এমন গানটা গাইলেন? নাকি, রহমানের সুরে গাওয়ার সুযোগ পেতেই তাঁরা বর্তে গিয়েছেন! তাই যা দেওয়া হয়েছে তাই গেয়ে দিয়েছেন?’’ একই সঙ্গে প্রকাশ্যে বিদ্রোহী কবির পারিবারিক কাজিয়া! সে সম্পর্ক কথা উঠতেই কবির নাতনির আক্ষেপ, ‘‘এই দিন দেখতে হবে, আশা করিনি। আমি এই বিষয়ে কোনও কথা বলব না।’’

গত দু’সপ্তাহ ধরে এই একটি বিষয় নিয়ে তোলপাড় দুই বাংলা। ওপার বাংলার জাতীয় কবি তিনি। সেখানে ক্ষোভে ফেটে পড়েছেন প্রত্যেকে। দাবি, এমন বিকৃত গান সরিয়ে দিতে হবে। সেই আর্জি নিয়েই তিনি শহর কলকাতায় পা রাখেন। সঙ্গী ভাই কাজী অরিন্দম, ভাইয়ের বৌ সুতপা ভৌমিক, ভাইপো-ভাইঝি অনুরাগ-অভীপ্সা। তাঁরা যৌথ ভাবে জানান, দাদা অনির্বাণ কাজী মোটা টাকায় গানের স্বত্ব বিক্রি করে দিয়েছেন বলিউডের রায় কাপুর প্রযোজনা সংস্থার কাছে। কবির পুত্রবধূ কল্যাণী কাজীকে শিখণ্ডি খাড়া করে। দিদি-ভাই উভয়েরই অভিযোগ, তাঁদের মা কল্যাণী কাজী তখন ৮৬ বছরের। তিনি বুঝেই উঠতে পারেননি কী থেকে কী হয়ে গেল। এও জানান, এর আগে মহম্মদ রফি, অনুরাধা পাড়ওয়াল, অনুপ জালোটা অজস্র রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। কিন্তু তাঁরা গানে কোনও বিকৃতি ঘটাননি। তাই হয়তো কল্যাণী কাজী ভেবেছিলেন, অস্কারজয়ী সুরকারও তেমনই কিছু করতে চলেছেন। 




দাদা অনির্বাণের বিরুদ্ধে কবির পুরস্কার বিক্রির চেষ্টার অভিযোগও জানান তাঁরা। প্রশ্ন তোলেন, বাংলাদেশের মতো কলকাতায় কেন নজরুল বিষয়ক কোনও প্রতিষ্ঠান নেই? খিলখিল কাজীর আক্ষেপ, এর আগে এপার বাংলার বহু শিল্পীও কবির শেষ বয়সের বহু গান, গানের সুর নিজের বলে চালিয়েছেন। নজরুল সংরক্ষণশালা থাকলে হয়তো এসব হতে পারত না। কাজী পরিবার তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন, সরকার অবিলম্বে যেন নজরুল বিষয়ক প্রতিষ্ঠান এবং কবির রচনা সংরক্ষণের ব্যবস্থা করে। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে বড় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। কবির পরিবার কি এ আর রহমানের সঙ্গে সরাসরি কথা বলবেন? আজকাল ডট ইনের এই প্রশ্নের জবাবে খিলখিল কাজী বলেন, ‘‘রহমান আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই করতাম।’’ বিষয়টি বন্ধ করতে খুব শিগগিরিই আইনি পদক্ষেপ নেবেন তাঁরা। একই সঙ্গে চান, ছবি থেকে গানটি যেন বাদ দেওয়া হয়।

 


 






বিশেষ খবর

নানান খবর

Merlin

নানান খবর

Tollywood: বিয়ের থিম গোলাপি, লাজহোম, মালাবদল, নন্দিনীর পৌরোহিত্য, চারহাত এক সন্দীপ্তা-সৌম্যর

Breaking: মেলাচ্ছেন তিনি...! সৃজিতের আগামী ছবিতে দেব-রুক্মিণী, পরমব্রত-স্বস্তিকা, অনপুম?

KIFF 23: আমিও নতুন ছিলাম, প্রত্যাখ্যাত হয়েছি, তাই অভিজিতের মতো পরিচালকদের হ্যাঁ বলি: স্বস্তিকা

KIFF 23: বৃষ্টিভেজা রাত, শহরের বুক চিরে ছুটন্ত ট্যাক্সি! আর কী কী আছে ‘এ রাইড ইন দ্য রেন’-এ?

KIFF 23: সত্যজিতের ছবি উদ্বুদ্ধ করেছে ব্রুস বেরেসফোর্ডকে, সৃজিতকে জানালেন অস্ট্রেলীয় পরিচালক

Vani Kapoor: বছর শেষে যশরাজ ব্যানারে কোন ছবি নিয়ে ফিরছেন বাণী কাপুর?

Tollywood: মডেলরা অভিনয় করতে পারে না, এই মিথ ভাঙতে পেরেছি: রোজা পারমিতা দে

Review: সমাজের অ-সুখ সারাবে অন্তরমহল?

Tollywood: পদ্মনাভকে নিয়ে মুম্বইয়ে রাজ, ‘পরিণীতা’র হিন্দি সংস্করণ আসছে?

Tollywood: প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবিতে ‘অযোগ্য’ থেকে ক্রমশ যোগ্য হওয়ার গল্প শোনাবেন কৌশিক?

Bollywood: হিমাংশু কোহলির ‘ইয়ারিয়া’ কলকাতার সঙ্গে? চলচ্চিত্র উৎসবে তাঁর কোন ছবি?

KIFF23: বুম্বাদা থেকে ‘ভাইজান’, ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবে বলিউড-টলিউড একাকার

KIFF 23: ২০১৬-য় আমার ‘বেঁচে থাকার গান’ উদ্বোধনী ছবি ছিল, উৎসবে এসে স্মৃতিমেদুর টোটা

KIFF 23: বলিউডে বাঙালিরা দাপিয়ে রাজত্ব করেছেন! আমিও টলিউডে অভিনয় করতে চাই: সলমন

Tollywood: প্রসেনজিতের পর বিক্রম মোতওয়ানের পছন্দ টোটা, সিরিজ না ছবিতে জুটি বাঁধলেন তাঁরা?

Bollywood: যকৃতের সমস্যায় প্রয়াত ‘সিআইডি’র দীনেশ ফড়নিশ! দ্য একাডেমি মিউজিয়াম গালায় দীপিকা