আজকাল ওয়েবডেস্ক : আগে থেকেই রোগে ভুগছিলেন অশোক সাউ। তাঁর ছিল ব্রেন টিউমার। স্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁর। শরীরে কোথাও কোনও আঘাতের চিহ্ন ছিল না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার আমহার্স্ট স্ট্রিট থানায় মৃত অশোক সাউয়ের ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। একটি মোবাইল চুরির তদন্তে বুধবার তাঁকে ডাকা হয়েছিল আমহার্স্ট স্ট্রিট থানায়। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর পুলিশ তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা। মেডিক্যাল কলেজের সামনে রাস্তা অবরোধ করেন মৃতের পরিজনরা। তাঁদের অভিযোগ, থানায় পিটিয়ে মারা হয়েছে অশোক সাউকে। ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের বড় কর্তারা। তাঁদের কাছে আমহার্স্ট স্ট্রিট থানায় ওই মুহূর্তে কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানান মৃতের পরিজনরা। দাবি করেন, ওই পুলিশ কর্মীদের এখুনি নিয়ে আসতে হবে। ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনিও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন।বৃহস্পতিবার ময়নাতদন্তের পর পুলিশ সূত্র খবর, ময়নাতদন্তের পর চিকিৎসকরা একমত, আগে থেকেই রোগে ভুগছিলেন অশোক সাউ।
