শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Rahool Mukherjee- Federation: 'শুটিং বন্ধ হওয়া কাম্য নয়', রাহুল-ফেডারেশনের তরজার মাঝে পরিচালকদের উদ্দেশ্যে আর কী বললেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Ra | Editor: শ্যামশ্রী সাহা ২৭ জুলাই ২০২৪ ২০ : ১৬Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: ছোটগল্পের সংজ্ঞা অনুযায়ী বলতে গেলে পরিচালক রাহুল মুখোপাধ্যায় এবং ফেডারেশনের দ্বন্দ্ব 'শেষ হইয়াও হইল নাই শেষ'। রাহুল মুখোপাধ্যায় পরিচালনা করতে পারবেন কি না তা‌ নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত টালবাহানা। ফেডারেশন এবং পরিচালকদের দ্বন্দ্ব এখন আরও তীব্র। 

শুক্রবার ডিরেক্টরস গিল্ড রাহুলের উপর জারি করা তিন মাসের কর্মবিরতি তুলে নিয়েছিল। কিন্তু পরে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, পূর্বসিদ্ধান্ত বহাল থাকছে। রাহুল প্রযোজনা সংস্থা এসভিএফ-এর পুজোর ছবির সৃজনশীল প্রযোজক হিসেবে থাকবেন। পরিচালক হিসাবে নয়। পাশাপাশি, সংগঠন প্রযোজনা সংস্থাকে শনিবার থেকেই শুটিং শুরুর ছাড়পত্র দেয়। কিন্তু সেটে রাহুল মুখোপাধ্যায় থাকায় টেকনিশিয়ানরা এ দিন কাজ করেননি। এর পরেই টেকনিশিয়ান স্টুডিয়োর সামনে বিক্ষোভ দেখান টলিউডের সমস্ত পরিচালক। তাঁদের প্রশ্ন, রাহুলের উপস্থিতিতে কলাকুশলীরা কাজ করলেন না। একই ভাবে পরিচালকেরাও যদি কাজ করা বন্ধ করে দেন তা হলে কি শুধু কলাকুশলীরা একটা কাজ তুলে দিতে পারবেন? শনি এবং রবিবার পরিস্থিতি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন তাঁরা। 

শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে সংগঠনের সিদ্ধান্ত শোনালেন স্বরূপ বিশ্বাস। তিনি জানালেন, প্রযোজনা সংস্থা এবং ডিরেক্টরস গিল্ডের তরফে ফেডারেশনকে জানোনো হয়েছিল এসভিএফ-এর পুজোর ছবির পরিচালক হিসাবে শমীক হালদার বহাল হয়েছেন, সেই মর্মে সংগঠন সম্মতি দিয়েছিল। তাই এখনই তাঁরা পরিচালকের আসনে মেনে নিচ্ছেন না রাহুল মুখোপাধ্যায়কে। তবে এই বিষয়টি পুরোটাই আলোচনা সাপেক্ষ, কারণ শুটিং বন্ধ হোক চায় না ফেডারেশন। 

প্রসঙ্গ উঠেছে 'গুপি শুটিং' নিয়েও। স্বরূপ বিশ্বাস জানান, চলতি বছর বার্ষিক সাধারণ সভার পর 'ইম্পা'র সঙ্গে ফেডারেশনের একটি 'মৌ' চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেইখানে পরিস্কার বলা হয়েছে যদি এই চুক্তির বাইরে যদি কেউ ইউটিউবের জন্য শুটিং করেন, যদি কোনও ছোট ছবি হয় অথবা তথ্যচিত্র তৈরি হয় সেক্ষেত্রে যেমন বাজেট থাকবে সেই অনুযায়ী সংগঠন টেকনিশিয়ানের যোগান দেবে। 

শুধু তাই নয়, আরও একটি চুক্তি হয়েছিল সংগঠনের সঙ্গে 'ইম্পা'র, জানালেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। সেই চুক্তিতে বলা হয়েছে ৩০ লক্ষ টাকার মধ্যে যদি কেউ ছোট বাজেটের ছবি তৈরি করতে চান তাহলেও কম সংখ্যক কলাকুশলীদের নিয়ে কাজ করতে পারেন।‌ 'ইম্পা'র কাছে তা আবেদন করা যায়। 'ইম্পা'র তরফে যদি ফেডারেশনকে জানানো হয়, তাহলে সেই অল্প বাজেটের ছোট ছবির জন্যেও প্রয়োজনীয় টেকনিশিয়ান সরবরাহ করবে সংগঠন। সুতরাং ফেডারেশনের তরফে 'চাপিয়ে দেওয়া'র প্রশ্নই উঠছে না।




নানান খবর

নানান খবর

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আমার বস'-এর গানে হৃতিক-স্টাইলে ডান্স ফ্লোরে শিবপ্রসাদ মুখোপাধ্যায়! সঙ্গে তাল মেলালেন কারা?

ভাঙছে ঘর? জয়জিৎ-শ্রেয়ার সম্পর্কে দূরত্ব নিয়ে তুঙ্গে জল্পনা!

৮৪ কোটি টাকা দিয়ে ব্যক্তিগত জেট কিনেছেন অজয় দেবগণ? খুল্লম খুল্লা ‘সিংহম’!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?

সোশ্যাল মিডিয়া