আজকাল ওয়েবডেস্ক: সোমবারের কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনার জের মঙ্গলবারেও। এদিন সকালেই আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে দুর্ঘটনার জেরে এদিনও বাতিল ৬টি এক্সপ্রেস ট্রেন। বাতিল করা হয়েছে ১৫৭১৯ কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, ১৫৭২০ শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস, ১২০৪২ নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ১২০৪১ হাওড়া-নিউজলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, ১৫৭২৪ শিলিগুড়ি টাউন-যোগবানী ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৫৭২৩ যোগবানী-শিলিগুড়ি টাউন ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল। ঘুরপথে চলছে ২২টি ট্রেন। তার মধ্যে রয়েছে ১৩১৭৬ শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ১২৫২৩ নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি সুপারপাস্ট এক্সপ্রেস, ০১০৬৬ আগরতলা-ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাল এক্সপ্রেস, ১৩২৮১ ডিব্রুগড়-রাজেন্দ্রনগর টার্মিনাল এক্সপ্রেস, ডিব্রুগড়-চণ্ডীগঢ় এক্সপ্রেস, ১৫৬৫৭ দিল্লি-কামাক্ষ্যা ব্রহ্মপুত্র মেল, ১২৩৪৩ শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল। সময় পরিবর্তন হয়েছে ১২৫২৩ নিউ জল্পাইগুড়ি-নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেসের।
