হিন্দি থ্রিলারে রাজেশ শর্মা একচেটিয়া। বাংলাতেও একই স্বাদের ছবিতে তিনি। সঙ্গী সুদীপ্তা চক্রবর্তী ও নবাগত তেজ। এই প্রথম জুটি বাঁধছেন তাঁরা। অভিনেতা তেজ ও অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ছবির নাম ‘তেতো’। পরিচালনায় স্বর্ণ শেখর। শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে। এছাড়াও আছেন দেবেশ রায়চৌধুরী, অঙ্কুশ্রী মাইতি, অরুন্ধতী চক্রবর্তী, অরুণাভ দত্ত, অয়ন মুখোপাধ্যায় প্রমুখ। রাজেশ শর্মার চরিত্রের নাম ‘কুণাল’। সুদীপ্তা ‘মিমি’, তেজ ‘জ্যোতি’র চরিত্রে।
শান্ত স্বভাবের জ্যোতির্ময় বাবার মৃত্যুর পর হিমালয়ের গভীরে এক নির্জন গ্রামে দিদি ও কাকার সঙ্গে থাকে। কিন্তু তার তীব্র মানসিক সমস্যা। জ্যোতির্ময়ের জীবনে এক বিশেষ ভূমিকা পালন করে মিমি। জীবনের টানাপোড়েনে কোন দিকে মোড় নেবে গল্প? জ্যোতির জীবন কি শুধুই তেতো? উত্তর লুকিয়ে বড়পর্দায়। ছবিতে অভিনয় করে তৃপ্ত সুদীপ্তা বলেছেন, "এই ছবিতে অনেক মানুষ নিজের জীবনের সঙ্গে মিল খুজে পাবে। বাস্তবে এমন ঘটনা অনেক ঘটে চলেছে। সেগুলোই ফুটেছে ছবিতে।" তেজ জানিয়েছেন, তাঁর চরিত্রে অনেক স্তর। একের পর এক অঘটন একটা মানুষের জীবন কতটা তেতো করে দিতে পারে দেখাবে এই ছবি। খুব তাড়াতাড়ি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
শান্ত স্বভাবের জ্যোতির্ময় বাবার মৃত্যুর পর হিমালয়ের গভীরে এক নির্জন গ্রামে দিদি ও কাকার সঙ্গে থাকে। কিন্তু তার তীব্র মানসিক সমস্যা। জ্যোতির্ময়ের জীবনে এক বিশেষ ভূমিকা পালন করে মিমি। জীবনের টানাপোড়েনে কোন দিকে মোড় নেবে গল্প? জ্যোতির জীবন কি শুধুই তেতো? উত্তর লুকিয়ে বড়পর্দায়। ছবিতে অভিনয় করে তৃপ্ত সুদীপ্তা বলেছেন, "এই ছবিতে অনেক মানুষ নিজের জীবনের সঙ্গে মিল খুজে পাবে। বাস্তবে এমন ঘটনা অনেক ঘটে চলেছে। সেগুলোই ফুটেছে ছবিতে।" তেজ জানিয়েছেন, তাঁর চরিত্রে অনেক স্তর। একের পর এক অঘটন একটা মানুষের জীবন কতটা তেতো করে দিতে পারে দেখাবে এই ছবি। খুব তাড়াতাড়ি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
