বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | SRH-MI: টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড, ঐতিহাসিক ম্যাচে মুম্বইকে হারাল হায়দরাবাদ

Sampurna Chakraborty | ২৭ মার্চ ২০২৪ ২৩ : ৪৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: দুর্ধর্ষ ব্যাটিং। রেকর্ডের ছড়াছড়ি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান, সর্বোচ্চ ছক্কা। প্রথমবার এক ম্যাচে ৫২৩ রান। চারজন ব্যাটার ২৫ বলের কমে অর্ধশতরানে পৌঁছে যায়। তবে ছয়ের নজির শুধুমাত্র আইপিএলে নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হল এদিন। দুই দল মিলিয়ে ৩৮টি ছয় হয়। প্রথমে ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ২৭৭ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে যা সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২৬৩ রান করেন কোহলিরা। ১১ বছর পর এদিন সেটা ছাপিয়ে নতুন রেকর্ড গড়ল হায়দরাবাদ। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রানে থামে মুম্বই ইন্ডিয়ান্স। ৩১ রানে জেতে সানরাইজার্স হায়দরাবাদ। ইডেনে কেকেআরের বিরুদ্ধে মাত্র ৬ রানে হেরেছিল কামিন্স অ্যান্ড কোম্পানি।‌ এদিন সেই আফশোস মেটালেন ক্লাসেনরা। টসে জিতে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠানোর জন্য হাত কামড়াতে হবে হার্দিককে। তবে বোলিং ডাহা ব্যর্থ হলেও লড়াই করে মুম্বইয়ের ব্যাটাররা।‌ প্রায় আড়াইশোর কাছাকাছি পৌঁছেও যায়। কিন্তু এত বড় রান তাড়া করে জেতা অসম্ভব। 

ত্রয়ীর ব্যাটে ভর করে রানের পাহাড় গড়ে সানরাইজার্স। শুরুটা করেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। তৃতীয় উইকেটে ৬৮ রান যোগ করে এই জুটি। ১৮ বলে অর্ধশতরানে পৌঁছে হায়দরাবাদের হয়ে দ্রুততম পঞ্চাশ করেন হেড। কিন্তু মাত্র ২০ বলের মধ্যে সেই রেকর্ড ভেঙে দেন অভিষেক। ১৬ বলে অর্ধশতরানে পৌঁছে যান বাঁ হাতি। শেষপর্যন্ত ২৪ বলে ৬২ এবং ২৩ বলে ৬৩ করে যথাক্রমে আউট হন হেড ও অভিষেক। তারপর আবার ঝড় তোলেন হেনরিচ ক্লাসেন। আগের দিন ইডেনে আটটি ছক্কা হাঁকান। এদিন মারলেন সাতটি। ২৩ বলে অর্ধশতরান। ৩৪ বলে ৮০ রানে অপরাজিত। তাতে ছিল ৭টি ছয়, ৪টি চার। পর পর দুই ম্যাচে বিধ্বংসী ইনিংসে কমলা টুপি ক্লাসেনের দখলে। ২৮ বলে ৪২ রানে অপরাজিত মার্করাম। একমাত্র মায়াঙ্ক আগরওয়াল (১১) ছাড়া হায়দরাবাদের টপ অর্ডার রান পেয়েছে। তবে এর জন্য অনেকটাই দায়ী হার্দিক পাণ্ডিয়ার জঘন্য অধিনায়কত্ব। বোলিং পরিবর্তনের মাথা মুণ্ডু নেই। পাওয়ার প্লেতে মাত্র এক ওভার বল করান যশপ্রীত বুমরাকে দিয়ে। তারপর আবার ১৩তম ওভারে নিয়ে আসেন, যখন ম্যাচ প্রায় হাতের বাইরে চলে গিয়েছে। 

রান তাড়া করতে নেমে সানরাইজার্সকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় মুম্বই। শুরুটা ভাল করেন রোহিত শর্মা, ঈশান কিষাণ। প্রথম উইকেটে ৫৬ রান যোগ করে এই জুটি। কিন্তু মাত্র ১০ রানের ব্যবধানে জোড়া উইকেট হারায় মুম্বই। ফিরে যান ঈশান (৩৪) এবং রোহিত (২৬)। কিন্তু তাতে দলের ছন্দপতন হয়নি। মুম্বইকে লড়াইয়ে রাখেন নমন ধির এবং তিলক বর্মা। দারুণ খেলেন দুই তরুণ। তৃতীয় উইকেটে ৮৪ রান যোগ করে এই জুটি। অনবদ্য ব্যাটিং তিলকের। ৩৪ বলে ৬৪ রান করেন। ইনিংসে ছিল ৬টি ছয়, ২টি চার। ২টি ছয় এবং চারের সাহায্যে ১৪ বলে ৩০ রান করেন নমন। এরা ব্যাট করার সময় মনে হয়েছিল হায়দরাবাদকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে মুম্বই। কিন্তু দু"জন ফিরতেই আশা কমে যায়। পাঁচ নম্বরে নেমে শুরুতে ছয় মেরে আশা জাগলেও বিশেষ কিছু করতে পারেননি হার্দিক। ২০ বলে ২৪ করে আউট হন মুম্বইয়ের নেতা। শেষপর্যন্ত চেষ্টা চালিয়ে যান টিম ডেভিড। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ২২ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রানে শেষ করে মুম্বই। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

রাজনৈতিক অস্থিরতার মাঝে পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী কর্তা...

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যবস্থাপনা খতিয়ে দেখতে পাকিস্তান যাচ্ছে আইসিসির প্রতিনিধি দল...

কাউন্টিতে পাঁচ উইকেট, বোর্ডকে নিজের উপস্থিতির জানান দিলেন একসময়ের তারকা স্পিনার ...

খেলার টিকিটে নয়, বিশ্বকাপ আয়োজন করে কোন ঘুরপথে ভারতের ১১ হাজার কোটি উপার্জন, দেখুন ...

বাবরের সঙ্গে জুটি বাঁধতে পারেন কোহলি, কোন টুর্নামেন্টে একই দলে দেখা যাবে ভারত-পাক মহাতারকাকে?...

আনোয়ারের জরিমানার বিরুদ্ধে আবেদন করবে ইস্টবেঙ্গল ...

চলে গেলেন বাংলার টেবিল টেনিসের দ্রোণাচার্য জয়ন্ত পুশিলাল...

এমবাপ্পে, হালান্ড: ভবিষ্যতের ব্যালন ডি অর জয়ীদের তালিকায় কারা? জানিয়ে দিলেন সিআর সেভেন...

যোগরাজের বর্তমান স্ত্রী যুবরাজের মা নন?‌ সিং পরিবারের সম্পর্কের ইতিহাস ঘিরে রহস্য সর্বত্র ...

অ্যাথলিট প্রেমিকাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল, সেই প্রেমিকেরও মৃত্যু হল ঝলসে ...

মানোলোর কোচিংয়ে মুখ থুবড়ে পড়ল ভারত, ঘরের মাঠে সিরিয়ার কাছে হার ৩ গোলে ...

বাংলাদেশকে এখানে খেলতে দেব না, হুঙ্কার হিন্দু মহাসভার, কিন্তু কেন?‌ ...

এক বা দুই নয়, ইংল্যান্ডকে হারাতে দশ বছর লেগে গেল শ্রীলঙ্কার ...

এবার আসুক অস্ট্রেলিয়ায়, দেখে নেব, ভারতকে হুঙ্কার এই অসি পেসারের...

ইতালির জাতীয় দলের এই প্রাক্তন ফুটবলারকে নাকচ করে দিল আইএসএল ক্লাব, কারণ জানুন ...



সোশ্যাল মিডিয়া



03 24