মঙ্গলবার ১৪ মে ২০২৪

সম্পূর্ণ খবর

Tollywood: অনিল-ঋতুপর্ণা-অনুরাগে রঙিন ফরাসি চলচ্চিত্র উৎসব, নন্দনকে নিয়ে গর্বিত শাশ্বত

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: উপালি মুখোপাধ্যায় ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ০০ : ৫৫


বাঙালির ক্যালেন্ডারে আরও একটি উৎসবের যোগ। শুক্রবার তারই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা। ২০২৪-এর ১৬ ফেব্রুয়ারি নন্দন চত্বর ঝলমলে প্রথম ফরাসি চলচ্চিত্র উৎসবের সূচনায়। উদ্বোধনে উপস্থিত অনিল কাপুর, অনুরাগ কাশ্যপ, ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, রিচা শর্মা। কলকাতার কনসুল জেনারেল অফ ফ্রান্স দিদিয়ের তালপেন, কলকাতা ফরাসি চলচ্চিত্র উৎসবের কর্ণধার নিকোলাস ফ্যাসিনোকে সঙ্গে নিয়ে। সেখানেই অনিল তাঁর কলকাতা-যোগ ফিরে দেখেন। আজকাল ডট ইনকে শাশ্বত বলেন, ‘‘নন্দন চত্বর অনেক ইতিহাসের সাক্ষী। এখানে এই প্রথম ফরাসি চলচ্চিত্র উৎসব পালিত হচ্ছে। নন্দনকে নিয়ে খুব গর্ব হচ্ছে।’’ 



সদ্য বসন্ত পঞ্চমী, প্রেমদিবস গিয়েছে। উদযাপনের সেই রেশ কাটতে না কাটতেই নন্দনে উপচে পড়া ভিড়। শহরে অনিল কাপুর, অনুরাগ কাশ্যপ— এই উত্তেজনায়। সন্ধের ছায়া নামতেই দুধসাদা ব্লেজার-প্যান্টে চত্বরে পা রাখলেন বছর ষাটের ‘লখন’। বড় ফ্রেমের চশমা, সাজের পারিপাট্য হার মানাবে এই প্রজন্মের যে কোনও তরুণ তুর্কিকে। তাঁকে দেখে বেসামাল সাংবাদিক মহলও! ঠিক বিপরীত চিত্র অনুরাগ কাশ্যপকে ঘিরে। সবার আড়ালে থাকবেন বলেই কি মাস্কে মুখ ঢাকা তাঁর? ভিড় থেকে নিজেকে দূরে রেখে চুপচাপ দেখছেন সবকিছু! আজকাল ডট ইন মুখোমুখি হতেই তিনি সজাগ। তাঁর ‘কেনেডি’কে কান চলচ্চিত্র উৎসব সম্মান, ভালবাসা দেখিয়েছে। সেই ঋণশোধের সুযোগ করে দিল কলকাতা? মাস্কঢাকা মুখেও যেন হাসির ঝিলিক। বললেন, ‘‘অবশ্যই। কত ফরাসি ছবি দেখে বড় হয়েছি। এখনও সময় পেলে দেখি। ওঁরা আমাদের সম্মান জানিয়েছেন। কেউ সম্মান করলে তাঁকে সম্মান ফিরিয়ে দেওয়াই রীতি।’’

একই সঙ্গে তিনি মনে করেছেন তাঁর ছবিকে উঠে দাঁড়িয়ে সম্মান জানানোর মুহূর্তও। সেই সময় আবেগ ধরে রাখতে পারেননি তিনি। কান উৎসবের মঞ্চে চোখে জল এসেছিল তাঁর। কলকাতায় যেমন অনিল-অনুরাগ পাশাপাশি তেমনি পর্দাতেও জুটি বেঁধে উপস্থিত হয়েছিলেন ‘একে ভার্সেস একে’-তে। অনুরাগ কেন অনিলকে পরিচালনা করেন না? জবাবে তাঁর দাবি, পরিচালনা না করলেও তিনি অনিল অভিনীত ‘নায়ক’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন। আর কলকাতা যে তাঁর পছন্দের সে কথা জানাতেও ভোলেননি। কেবল ভয় মানুষের ভিড়কে!



একই ভাবে অনিল-ঋতুপর্ণা-শাশ্বত-রিচা ফরাসি চলচ্চিত্র উৎসবকে স্বাগত জানান। ঋতুপর্ণার কথায়, তিনি খুব খুশি এই উদ্যোগে। যত সংস্কৃতির আদানপ্রদান হবে ততই শিল্পের মান বাড়বে। এও জানান, তিনি উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকতে পেরে নিজেকে সম্মানিত মনে করছেন। একই কথা শোনা গিয়েছে শাশ্বতর কথাতেও। তাঁর দাবি, ‘‘অনেক সময় আমরা প্রেক্ষাগৃহে ছবি বা সভাগৃহে নাটক দেখতে যেতে পারি না। কিন্তু বিনোদন উৎসব সেই ফাঁক ভরাট করে দেয়। দর্শক সময় বের করে উপস্থিত হয়। কারণ, বাঙালি উদযাপনপ্রিয়।’’ ফরাসি দুই প্রতিনিধিও এদিন আন্তরিক ধন্যবাদ জানান রাজ্য সরকার এবং শহর কলকাতাকে। এখানে তাঁদের দেশের শিল্প-সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য। তাঁরা জানেন, এই শহর শিল্পের পৃষ্ঠপোষক। বহু প্রতিভার সূতিকাঘর। এই শহর হৃদয়ের উত্তাপে উষ্ণ। এদিন উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় ‘থ্রি মাস্কেটিয়ার্স’। দেখানো হবে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’-ও। উৎসব চলবে ১৭ থেকে ২৪ ফেব্রুয়ারি।




বিশেষ খবর

নানান খবর

রজ্যের ভোট

নানান খবর

Music: শ্রেয়া না গাইলে গানটাই বৃথা হয়ে যেত, ‘অযোগ্য’ ছবির প্রথম গান নিয়ে বললেন রণজয়...

ফ্যাশনে নস্টালজিয়ার নতুন ঠিকানা 'কলকাতানামা', ব্র্যান্ড নিয়ে কী বলছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়?...

EXCLUSIVE: ফের বয়সে ছোট প্রেমিক অরুণিমার! অনিন্দ্য জানালেন, আমার পরান ইহা চায়......

EXCLUSIVE: রাহুল অতীত, বর্তমানে উজানের প্রেমের সুরে মগ্ন অঙ্কিতা ভট্টাচার্য...

Kartik Aaryan: এবার কি সুপারহিরো 'রুহু বাবা'? নতুন ছবিতে এ কোন অবতারে কার্তিক আরিয়ান?...

Television: বর্ষার মুম্বইয়ে রোমান্সে ভিজেছিলেন অমিতাভ-মৌসুমী! তৈরি হয়েছিল কোন কালজয়ী গান? ...

EXCLUSIVE: ইন্দ্রদীপ দাশগুপ্ত তাঁর গুরু! ‘ব্রহ্মাস্ত্র’ গায়িকা অন্তরা এবার ইন্ডি গীতিকার-সুরকার?...

Breaking: সৃজিতের 'পদাতিক'-এ অমিতাভ বচ্চন! কোন টলিউড অভিনেতা থাকছেন এই চরিত্রে?...

Bigg Boss ott 3: 'বিগ বস ওটিটি'র নতুন সিজনে থাকছেন না সলমন! কে থাকছেন সঞ্চালনায়?...

Tollywood: অদেখা ছবি থেকে আবেগঘন লেখা 'মাদার্স ডে'তে সোশ্যাল মিডিয়ার পাতা ভরালেন জিৎ-মিমি-অঙ্কুশরা...

Jisshu Sengupta: অভিনেতা নয় ক্রিকেটার হতে চেয়েছিলেন যিশু, তাই করলেন এই কাজ!...

Tollywood: জানেন ‘জুন আন্টি’ গর্ব করে বাঙাল! কচু খান চেটেপুটে, বাঙাল কথা শুনে কী করেন?...

Shilpa Shetty: 'মাদার্স ডে'-তে আদুরে পোস্ট শিল্পার, মা'কে কী লিখলেন অভিনেত্রী?...

Tollywood: ‘সংরক্ষণ’-এ সামিল টলি তারকারা, বৃদ্ধাশ্রমে উপস্থিত শ্রাবন্তী, ইন্দ্রনীল, মৌবনী, সৌভিক...

EXCLUSIVE: নাগাড়ে ওঠবোসের পর শিবুদার মুখে ব্যথার রেখা! ‘বহুরূপী’ শুটিংয়ের অভিজ্ঞতায় কাঞ্চনা ...

সোশ্যাল মিডিয়া