আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার পেসার কিউনা মাফাকার বাউন্সার আছড়ে পড়ল জিম্বাবোয়ের ওপেনার ব্রায়ান বেনেটের হেলমেটে। বলের আঘাতে প্রথম টেস্ট আর শেষ করতে পারবেন না তিনি। তাঁর কনকাশন পরিবর্ত হিসেবে সুযোগ পান প্রিন্স মাসভাউরে।

বুলাওয়ায়োতে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৪১৮ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। রবিবার দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করে জিম্বাবোয়ে। প্রথম পাঁচ ওভারের মধ্যে দুই উইকেট হারায় জিম্বাবোয়ে। 

ষষ্ঠ ওভারের শেষ বলে তরুণ বাঁহাতি পেসার মাফাকার শর্ট বল হুক করতে গিয়ে বেনেটের হেলমেটে লাগে। কনকাশন পরীক্ষা করা হয় তাঁর। সেই পরীক্ষায় পাশ করেন তিনি। ব্যাটিং চালিয়ে যান। পরের ওভারে আরও তিনটি বল খেলার পরে মাঠ ছাড়েন।

সেই সময়ে ১৯ রানে ব্যাট করছিলেন বেনেট। আগের মাসেই ট্রেন্ট ব্রিজে ১৩৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তিনি না থাকাটা জিম্বাবোয়ের কাছে বড় ধাক্কা।