আজকাল ওয়েবডেস্ক:‌ ১৯৮৩ সালের পর ২০১১। দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান কাটিয়ে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল যুবরাজ সিংয়ের। টুর্নামেন্ট সেরার খেতাব পেয়েছিলেন তিনি। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ভাল পারফর্ম করেছিলেন অলরাউন্ডার যুবরাজ সিং। কিন্তু সেই যুবরাজ সিং নাকি বিশ্বকাপের ভাবনাতেই ছিলেন না? দলে সুযোগই পাওয়ার কথা ছিল না যুবির। সেই কথাই খোলসা করলেন ভারতের বিশ্বজয়ী দলের কোচ গ্যারি কার্স্টেন।


সেবার ঘরের মাঠে বিশ্বকাপে ৩৬২ রান করেছিলেন যুবরাজ সিং। ১৫টি উইকেটও নিয়েছিলেন। বেশ কিছু ম্যাচ জেতানো পারফরম্যান্স ছিল। তবে বিশ্বকাপের আগের বছর ফর্ম ভাল যাচ্ছিল না তাঁর। ততদিনে শরীরে বাসা বেঁধেছিল ক্যানসারও। যুবরাজ সিং প্রাথমিক উপসর্গগুলো নিয়েই খেলে গিয়েছেন। কিন্তু নির্বাচকরা বিশ্বকাপের স্কোয়াডে রাখতে চাননি যুবরাজ সিংকে। ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এবং কোচ গ্যারি কার্স্টেনের জোরাজুরিতেই রাখা হয়।


ভারতের বিশ্বজয়ী দলের কোচ গ্যারি কার্স্টেন একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, যুবিকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল। এটা কোনও সাধারণ ব্যাপার ছিল না। প্রায় ১৫ জন প্লেয়ারকে নিয়ে আলোচনা চলছিল। ধোনির মতো আমিও যুবিকে পেতে মরিয়া ছিলাম। ওর অভিজ্ঞতা প্রয়োজন ছিল। আর ফলাফল সকলেই দেখেছে।’


যুবরাজ সিংকে তাঁর কতটা পছন্দ সে কথাও জানাতে ভোলেননি গ্যারি কার্স্টেন। বলেছেন, ‘সম্পর্কটা এতই গভীর ছিল, ভীষণ জ্বালাত। মাথা খারাপ করে দিত। খুবই ভাল মানুষ। ওর ব্যাটিং দেখাটা চোখের আরাম। ওকে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।’ ফর্ম খারাপ থাকার সময় ভারতীয় দলের মেন্টাল অ্যান্ড কন্ডিশনিং কোচ প্যাডি আপটন খুব ভাল ভাবে যুবিকে সামলেছে, সে কথাও জানাতে ভোলেননি গ্যারি কার্স্টেন। 

সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। শুরুতেই শেহবাগ ও শচীনকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু পরিস্থিতি সামাল দেন গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। গম্ভীর ৯৭ রান করেন। তবে ম্যাচের সেরা হন অধিনায়ক ধোনি। দুরন্ত ৯১ করেছিলেন ৭৯ বলে। ছিলেন অপরাজিত। 

 

আরও পড়ুন:‌ পছন্দের সেরা প্লেয়ারদের বেছে নিলেন লারা, তালিকায় নেই সর্বকালের দুই সেরা ক্রিকেটার

 


সেমিফাইনালে ভারত হারিয়েছিল চিরপ্রতিপক্ষ পাকিস্তানকে। আর কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে। গ্রুপ পর্বে ইংল্যান্ড ম্যাচ টাই হয়েছিল। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। 

সেই দলের ক্রিকেটার গৌতম গম্ভীর এখন টিম ইন্ডিয়ার কোচ। তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এখন চলছে ভারত–ইংল্যান্ড সিরিজ। ভারত ১–২ ব্যবধানে পিছিয়ে আছে। বাকি আর দুই টেস্ট। সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে। সেই ম্যাচে প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা রয়েছে। 

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে লর্ডস টেস্টের পর লম্বা বিরতি থাকায় বুমরা খেলতেই পারেন। তাছাড়া বসানো হতে পারে করুণ নায়ারকে। দীর্ঘ আট বছর পর টেস্ট দলে ফিরলেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ করুণ। তিন টেস্টে ছয় ইনিংসে রানই পাননি। আবার ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে কুলদীপকে খেলানোর কথাও ভাবছে টিম ম্যানেজমেন্ট। কারণ চতুর্থ ও পঞ্চম দিন ম্যাঞ্চেস্টারে বল ঘোরার সম্ভাবনা।