আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দল সম্বন্ধে দরাজ সার্টিফিকেট দিয়েছেন ন্যাথান লিয়ন। আগের দলগুলোর থেকে বর্তমান টিম ইন্ডিয়াকে অনেক বেশি এগিয়ে রেখেছেন অজি স্পিনার। লিয়ন জানান, পারথ টেস্ট চলাকালীন মাঠে তাঁকে স্লেজিং করেন যশস্বী জয়েসওয়াল। কী বলেছিলেন তরুণ তুর্কি তাও জানান অস্ট্রেলিয়ান স্পিনার। লিয়ন বলেন, 'তরুণ যশস্বী জয়েসওয়াল আমাকে বলে, তুমি কিংবদন্তি, তবে তোমার বয়স হয়েছে। আমি বল করার সময় ও এমন বলে।' নিজের প্রথম অস্ট্রেলিয়া সফরে ব্যাট করাকালীন একজন দুঁদে বোলারকে স্লেজ করতে সাহস লাগে। যা দেখে মন্তব্য না করে থাকতে পারেনি ধারাভাষ্যকাররা। ফিল্ডার হিসেবে স্লেজিং করা স্বাভাবিক। কিন্তু ব্যাটিং করার সময় সাহসের প্রয়োজন হয়। ১২০ রানে থাকাকালীন বিপক্ষের তারকা বোলারকে স্লেজিং করেন যশস্বী।
এ তো গেল এক পক্ষের কথা। ভারতীয় তরুণ ওপেনারের মন্তব্যের কী জবাব দেন অজি স্পিনার? লিয়ন পাল্টা তাঁকে বলেন, 'আমি প্রশংসা করছি বন্ধু, তবে আমি নিজেকে তেমন বয়স্ক মনে করি না।' শুধুমাত্র লিয়ন নয়, ২২ বছরের ওপেনারের হাত থেকে বাঁচতে পারেননি মিচেল স্টার্ক। তাঁকেও স্লেজিং করেন যশস্বী। বলেন, 'তোমার বল খুব ধীর গতিতে আসছে।' অ্যাডিলেড টেস্টে যশস্বীর উইকেট তুলে নিতে চান অস্ট্রেলিয়ান স্পিনার। পাশাপাশি লক্ষ্য বিরাট কোহলির উইকেটেও। পারথে প্রথম ইনিংসে শূন্যতে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত কামব্যাক করেন যশস্বী। দুর্দান্ত ১৬১ রানের ইনিংস খেলেন। কেএল রাহুলের সঙ্গে ওপেনিং জুটিতে ২০১ রান যোগ করেন। যা অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেয়। শুক্রবার থেকে শুরু অ্যাডিলেড টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফিতে এগিয়ে থাকায়, আত্মবিশ্বাস নিয়ে নামবে টিম ইন্ডিয়া।
