আজকাল ওয়েবডেস্ক:‌ লিডস টেস্টে দুরন্ত শতরান করে স্যর ডোনাল্ড ব্র‌্যাডম্যানকে টপকে গেলেন যশস্বী জয়েসওয়াল। লিডসে প্রথম দিন ১০১ রানের দুরন্ত ইনিংস খেলেন যশস্বী। মারেন ১৬টি চার ও একটি ছয়। 


এখনও অবধি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০ ইনিংসে যশস্বীর রান ৮১৩। গড় ৯০.‌৩৩। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ গড় ছিল ব্র‌্যাডম্যানের। ৬৩ ইনিংসে ব্র‌্যাডম্যান করেছিলেন ৫০২৮ রান। গড় ৮৯.‌৭৮। তা টপকে গেলেন যশস্বী। এই হিসাব ন্যূনতম ৫০০ রান পর্যন্ত করা হয়েছে। যশস্বীই প্রথম ব্যাটার যিনি টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯০ গড় পেরোলেন। 


আরও কয়েকটি নজির তৈরি হয়েছে। ইংল্যান্ডের মাটিতে টেস্টে প্রথম দিন এটাই ভারতের সর্বোচ্চ রান। ভারত তুলেছে ৩৫৯/‌৩। এর আগে ভারতের ইংল্যান্ডের মাটিতে প্রথম দিনে সর্বোচ্চ রান ছিল ২০২২ সালে এজবাস্টনে ৩৩৮/‌৭। তবে প্রথম দিনে সর্বোচ্চ রানের রেকর্ডটা দক্ষিণ আফ্রিকার দখলে। ২০০৩ সালে ওভালে প্রোটিয়ারা তুলেছিল ৩৬২/‌৪।


শতরান করেছেন অধিনায়ক গিলও। তিনি টেস্টে দুই হাজার রান পূর্ণ করে ফেলেছেন। অর্ধশতরান করে টেস্টে তিন হাজার রান পূর্ণ করে ফেলেছেন পন্থও।