আজকাল ওয়েবডেস্ক: আবারও রেকর্ডবুকে যশস্বী জয়েসওয়াল । শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আরও একটি রেকর্ড করে ফেললেন বাঁ হাতি ওপেনার। এবার গুন্ডাপ্পা বিশ্বনাথ, সুনীল গাভাসকরের এলিট তালিকায় ঢুকে পড়লেন যশস্বী। গত বছর জুলাইয়ে লাল বলের ক্রিকেটে অভিষেক হয় ২২ বছরের ওপেনারের। মাত্র এক বছরের মধ্যে একাধিক রেকর্ডের মালিক তিনি। পুনেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আরও একটি মাইলস্টোন ছুঁলেন। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্যালেন্ডার বছরে টেস্টে ঘরের মাঠে ১০০০ রানের রেকর্ড করলেন যশস্বী। এর আগে এই নজির ছিল দুই কিংবদন্তি গুন্ডাপ্পা বিশ্বনাথ এবং সুনীল গাভাসকরের। ১৯৭৯ সালে ১০৪৭ রান করেন বিশ্বনাথ। একই বছরে ১০১৩ রান করেছিলেন সানি। সংক্ষিপ্ত কেরিয়ারে টেস্টে ইতিমধ্যেই ১৩০০ রান করে ফেলেছেন যশস্বী। তারমধ্যে রয়েছে তিনটে শতরান, আটটি অর্ধশতরান। গড় ৬০। তরুণ ওপেনারের দুর্ধর্ষ ফর্ম টেস্ট ক্রিকেটের দলে তাঁর জায়গা ক্রমশ পাকা করছে।
দিনের শুরুতে আরও একটি রেকর্ড করেন যশস্বী। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড করেন তরুণ বাঁ হাতি। ৩০টি ছয় মারেন তিনি। টেস্টের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে এই নজির গড়েন। ২০১৪ সালে টেস্টে ৩০টি ছক্কা মারেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। কিউয়িদের বিরুদ্ধেই তাঁকে ছুঁয়ে ফেললেন যশস্বী। ইনিংসের প্রথম ওভারেই টিম সাউদিকে ছক্কা হাঁকিয়ে হুঁশিয়ারি দেন। প্রথম ওভারের দ্বিতীয় বল ডিপ স্কোয়ার লেগের ওপর দিয়ে মাঠের বাইরে ফেলেন। পুনেতে দ্বিতীয় ইনিংসে ভারতের একমাত্র সফল ব্যাটার যশস্বী। ৬৫ বলে ৭৭ রান করে আউট হন। তিনি ফেরার পর শুরু হয় ভারতের ব্যাটিং বিপর্যয়।
