আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়েসওয়ালের। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড করলেন তরুণ বাঁ হাতি। ৩০টি ছয় মারেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট ছাড়িয়ে টেস্টেও নিজের আগ্রাসন বজায় রাখেন যশস্বী। টেস্টের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে এই নজির গড়লেন। ২০১৪ সালে টেস্টে ৩০টি ছক্কা মেরেছিলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। কিউয়িদের বিরুদ্ধেই তাঁকে ছুঁয়ে ফেললেন যশস্বী। নিউজিল্যান্ডের দেওয়া ৩৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন প্রতিভাবান তারকা। চলতি মরশুমে আরও ম্যাচ বাকি থাকায় ম্যাকালামকে ছাপিয়ে যেতে পারেন যশস্বী। 

ইনিংসের প্রথম ওভারেই টিম সাউদিকে ছক্কা হাঁকিয়ে হুঁশিয়ারি দেন। একইসঙ্গে নিজের মনোভাব স্পষ্ট করে দেন। প্রথম ওভারের দ্বিতীয় বল ডিপ স্কোয়ার লেগের ওপর দিয়ে মাঠের বাইরে ফেলেন। ধারাভাষ্যকারদের প্রশংসা কুড়োন। মধ্যাহ্নভোজের আগে আরও দুটো ছয় মারেন। যশস্বীর আগ্রাসী ক্রিকেট ভারতীয় দলকে আশা জাগাচ্ছে। শুরুতেই রোহিত ফিরে গেলেও, শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে ইতিবাচক ক্রিকেট খেলেন ভারতীয় ওপেনার। ৪১ বলে অর্ধশতরানে পৌঁছে যান। ইনিংসে ছিল ৩টি ছয়, ৪টি চার। পুরোপুরি একদিনের ক্রিকেটের মেজাজে খেলেন। কিন্তু অন্য প্রান্তে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি গিল। ২৩ রানে আউট হন। তিন টেস্টের সিরিজ ০-১ এ পিছিয়ে আছে ভারত। ২০১২ সালের পর ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজ হারের চাপের মুখে ভারতীয় দল।