আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংয়ের কাছে পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করতে হয়েছিল তাঁকে। রিঙ্কুর প্রবল প্রহারে হার মেনেছিল গুজরাট টাইটান্স। ওই একটা ওভারের জন্য যশ দয়ালের দিকে উড়ে আসত টিটকিরি, কটাক্ষ। যশ দয়াল এবং তাঁর পরিবারের জীবনটাই যেন বদলে গিয়েছিল। সেই যশ দয়ালকে অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে। অজানা চোটে খলিল আহমেদ ফিরে আসছেন দেশে।
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় ব্যাটারদের সামলাতে হবে মিচেল স্টার্কের পেস বোলিং। সেই কারণে নেটে একজন বাঁ হাতি পেসারকে খেলা প্রযোজন। রিজার্ভ বোলার খলিল আহমেদ সেই কাজটা করতে পারতেন। কিন্তু চোটের জন্য খলিল বল করতে না পারায় তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে যশ দয়ালকে রিজার্ভ পেসার হিসেবে পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়ায়।
জোহানেসবার্গ থেকে সরাসরি খলিল আসছেন পরথে। রাজস্থানের বাঁ হাতি পেসারকে বিশ্রামের কথা বলা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, মিচেল স্টার্কের মতো একজন বাঁ হাতি পেসারকে নেটে দরকার ছিল। ভারত এ দলের হয়ে খেলার কথা ছিল যশের। কিন্তু তাঁকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে দেওয়া হয়। খলিল যদি বলই করতে না পারে, তাহলে ওকে দলের সঙ্গে রেখে কী হবে।''
সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খলিল খেলবেন কিনা নিশ্চয়তা নেই। দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে তাঁকে। নিলামে কোন দল খলিল আহমেদকে নেয়, সেটাই দেখার।
