আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েক মাস হয়েছে বাংলায় ফিরেছেন। বেঙ্গল প্রিমিয়ার লিগে অংশও নেন। এবার নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি ঋদ্ধিমান সাহা। বাংলায় ফেরার পর সোমবার দ্বিতীয় সাংবাদিক সম্মেলন করলেন। তবে এবার সিএবিতে সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি এবং সচিব নরেশ ওঝার মাঝে বসে সাংবাদিকদের মুখোমুখি হলেন ঋদ্ধি। বাংলায় খেলার পাশাপাশি সিএবিতে অন্য কোনও দায়িত্ব সামলাতেও তৈরি। ঋদ্ধিমান বলেন, 'আমি মাঝে দু'বছর বাংলায় ছিলাম না। তার আগে প্রায় ১৫ বছর বাংলার হয়ে খেলেছি। দাদি, রোমি, স্নেহাশিস দাদের সঙ্গে কথা বলেই বাংলায় ফিরেছি। দলে সুযোগ পেলে নিজের সেরাটাই দেব। ভবিষ্যতে সিএবি আমাকে অন্য কোনওভাবে কাজে লাগাতে চাইলে, আমি সেটার জন্যও তৈরি। বাংলার হয়ে খেলতে প্রচুর চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। যেখান থেকে আমার ক্রিকেট জীবন শুরু, সেখানকার জন্য কিছু করতে পারলে আমার ভাল লাগবে।'
দু'বছর আগে এক সিএবি কর্তার সঙ্গে ঝামেলার জন্য বাংলা ছেড়েছিলেন। তবে সেই তিক্ততা এখন অতীত। এই প্রসঙ্গে ঋদ্ধিমান বলেন, 'এখানে ফিরে মনে হচ্ছে কিছুই হয়নি। পরিবেশ আগের মতোই আছে। নিয়মিত সবার সঙ্গে কথা হচ্ছে। আশা করছি আগামী মরশুম ভালই কাটবে।' মনোজ তিওয়ারি অবসর নেওয়ায় বাংলার অধিনায়ক হিসেবে কি তাঁকে দেখা যাবে? এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইলেন না। ঋদ্ধি বলেন, 'এই বিষয়ে এখনই কিছু বলতে পারব না। এখনও অনেক সময় আছে। দলের জন্য যা ভাল হবে তাই করব। ঋদ্ধিকে অধিনায়ক করার কথা পুরোপুরি উড়িয়ে দেননি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। জানান, সবটাই নির্ভর করছে দলের ওপর। তাঁর অনুপস্থিতিতে গত দু'বছর উইকেটের পেছনে দেখা যায় অভিষেক পোড়েলকে। যথেষ্ট ভাল দায়িত্ব পালন করেন। ঋদ্ধির প্রত্যাবর্তনে কি তাঁর কপাল পুড়বে?
দু'বছর আগে এক সিএবি কর্তার সঙ্গে ঝামেলার জন্য বাংলা ছেড়েছিলেন। তবে সেই তিক্ততা এখন অতীত। এই প্রসঙ্গে ঋদ্ধিমান বলেন, 'এখানে ফিরে মনে হচ্ছে কিছুই হয়নি। পরিবেশ আগের মতোই আছে। নিয়মিত সবার সঙ্গে কথা হচ্ছে। আশা করছি আগামী মরশুম ভালই কাটবে।' মনোজ তিওয়ারি অবসর নেওয়ায় বাংলার অধিনায়ক হিসেবে কি তাঁকে দেখা যাবে? এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইলেন না। ঋদ্ধি বলেন, 'এই বিষয়ে এখনই কিছু বলতে পারব না। এখনও অনেক সময় আছে। দলের জন্য যা ভাল হবে তাই করব। ঋদ্ধিকে অধিনায়ক করার কথা পুরোপুরি উড়িয়ে দেননি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। জানান, সবটাই নির্ভর করছে দলের ওপর। তাঁর অনুপস্থিতিতে গত দু'বছর উইকেটের পেছনে দেখা যায় অভিষেক পোড়েলকে। যথেষ্ট ভাল দায়িত্ব পালন করেন। ঋদ্ধির প্রত্যাবর্তনে কি তাঁর কপাল পুড়বে?
