আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে চলতি বছরের সংস্করণে একাধিক বিতর্কের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড রবিবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। পিসিবি জানিয়েছে, ভবিষ্যতে পাকিস্তান আর এই প্রতিযোগিতায় অংশ নেবে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বক্তব্য অনুযায়ী, ভারতীয় লেজেন্ডস দল সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করায় এবং সেই ঘটনার পর কর্তৃপক্ষ যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা ছিল পক্ষপাতদুষ্ট। পাকিস্তানের সঙ্গে ঠিকমতো আচরণ করা হয়নি। উল্লেখ্য, ২০২৫ সালের চ্যাম্পিয়নশিপ আসরে ভারতীয় দলের পক্ষ থেকে হরভজন সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না ও পাঠান ভাইরা পাকিস্তানের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান।
আরও পড়ুন: গোটা দেশের কুর্নিশ সিরাজকে, ওয়াইসির অভিনন্দন থোড়া হটকে, কী বললেন সাংসদ?
এই কারণে ম্যাচটি সম্পূর্ণ বাতিল হয়ে যায়। ফাইনালে এবি ডিভিলিয়ার্সের ঝড়ে হার মানে পাকিস্তান। ফাইনালে হার মানার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় তারা টুর্নামেন্টের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে। এসবের মধ্যেই এমন এক ঘটনা ঘটল যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল চর্চা হল। হাসির উদ্রেকও হল।
টুর্নামেন্টের কর্ণধার হর্ষিত তোমার লাইভ সম্প্রচারের সময় দর্শকদের চমকে দিয়ে উপস্থাপিকা করিশ্মা কোটাককে প্রেমের প্রস্তাব দিয়ে বসেন।
সমাপ্তি অনুষ্ঠানের সময়ে হর্ষিতের সাক্ষাৎকার নিচ্ছিলেন। সঞ্চালিকার প্রশ্নের উত্তরে হর্ষিত বলেন, ''এখন যেহেতু টুর্নামেন্ট শেষ, আমি তোমাকে প্রপোজ করতে চলেছি।''
হর্ষিতের এহেন প্রস্তাবে বিস্মিত হয়ে যান সঞ্চালিকা। 'ও মাই গড' ছাড়া আর কিছু বলতে পারেননি করিশ্মা। সেই মুহূর্তের ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
৪১ বছর বয়সী ডিভিলিয়ার্স ৬০ বলে ১২০ রান করে অপরাজিত থেকে যান। সেঞ্চুরি করেন ৪৭ বলে। ১২টি চার মারেন। খুব সহজেই সাতটা ছক্কা হাঁকান এবিডি। এখনও খুব সহজেই তিনি গ্যালারিতে বল ফেলতে পারেন। তাই তো লেখা হয়েছে, 'কামেথ দ্য আওয়ার, কামেথ দ্য সুপারম্যান।' এবি ডিভিলিয়ার্স এখনও গৃহস্থের গর্ব, পড়শির ঈর্ষা। ৪১ বছর বয়সী ডিভিলিয়ার্স ৬০ বলে ১২০ রান করে অপরাজিত থেকে যান। সেঞ্চুরি করেন ৪৭ বলে। ১২টি চার মারেন। খুব সহজেই সাতটা ছক্কা হাঁকান এবিডি।
এখনও তাঁর টাইমিং চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস দল। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট। পাকিস্তানের রান তাড়া করায় সময়ে সারাক্ষণ যন্ত্রণায় তাঁর মুখ কুঁচকে ছিল। ফিজিও এসে তাঁর চিকিৎসা করলেন। চোটের জন্য ফুটওয়ার্ক সাবলীল নয়। তবুও ডিভিলিয়ার্স ছড়িয়ে দিলেন অতীত দিনের সোনালী রোদ্দুর। কথায় বলে, ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। সেটাই বারংবার প্রমাণ করেন ডিভিলিয়ার্সের মতো তারকারা। সেই টুর্নামেন্টের ভারতীয় কর্ণধার এমন এক কাণ্ড করে বসলেন যা নিয়ে তীব্র চর্চা চলছে সর্বত্র।
WCL owner proposing Anchor on live after SA became champions ????pic.twitter.com/o8fnjBGpb8
— Div???? (@div_yumm)Tweet by @div_yumm
আরও পড়ুন: ক্যাচ ধরেও বাউন্ডারির বাইরে সিরাজ! আমরা ভুলে গেলাম হায়দরাবাদির লড়াই, দেগে দিলাম 'তুমি বিশ্বাসঘাতক'
