আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার এশিয়া কাপের দল ঘোষণার পরেই জানানো হল মহিলা বিশ্বকাপের জন্য ভারতীয় দল। দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে বাদ পড়েছেন বিধ্বংসী ওপেনার শেফালি ভার্মা। বাংলা থেকে দলে রয়েছেন শুধু উইকেটকিপার–ব্যাটার রিচা ঘোষ।
সম্প্রতি ইংল্যান্ড সফরে ভাল ফল করেছে ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীতের বক্তব্য, ‘আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। ইংল্যান্ড সিরিজেও মোটামুটি এই দলটাই ছিল।’ অন্যদিকে মহিলা দলের প্রধান নির্বাচক নীতু ডেভিডের বক্তব্য, ‘এই দলটা আমরা দীর্ঘদিন ধরে তৈরি করেছি। আমরা বেশি পরীক্ষানিরীক্ষা করতে চাইনি।’ এটা ঘটনা ভারতের মেয়েরা এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। দু’বার ফাইনালে উঠলেও কাপ জেতা হয়নি। বিশ্বকাপের আগে ১৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে। সেখানে যে দল ঘোষণা হয়েছে, তাতে শুধু আমনজ্যোতের বদলে সুযোগ পেয়েছেন সায়লি সাতঘড়ে।
মহিলা বিশ্বকাপের জন্য ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটকিপার), ক্রান্তি গৌড়, আমনজ্যোত কৌর, রাধা যাদব, শ্রী চরণী, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), স্নেহ রানা। রিজার্ভে আছেন তেজল হাসবনিস, প্রেমা রাওয়াল, প্রিয়া মিশ্র, ঊমা ছেত্রী, মিন্নু মানি, সায়লি সাতঘড়ে।
চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন জোরে বোলার রেণুকা সিং। মহিলাদের আইপিএল খেলার সময় কুঁচকিতে চোট পান তিনি। চোট গুরুতর না হলেও এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রামে রাখা হয়েছিল। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার ফর এক্সেলেন্সে ছিলেন বেশ কিছু দিন। এখন ম্যাচ খেলার জন্য তৈরি তিনি। স্বাভাবিক ভাবেই তাঁকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে।
৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে মহিলাদের বিশ্বকাপের আসর। ১২ বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। দেশের মোট পাঁচটি স্টেডিয়াম ও শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে। ভারতের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর। বেঙ্গালুরুতে হরমনপ্রীতদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তারপরই আছে পাকিস্তানের বিরুদ্ধে মহারণ। ৫ অক্টোবর, শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হবে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এই টুর্নামেন্টও হাইব্রিড মডেলে হচ্ছে। ফলে পাকিস্তানকে ভারতে আসতে হচ্ছে না। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর, দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর। ফাইনাল হবে বেঙ্গালুরুতে, ২ নভেম্বর। আর পাকিস্তান উঠলে হবে কলম্বোয়।
এদিকে এশিয়া কাপের দল নির্বাচনও হল মঙ্গলবার। নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দিকে লক্ষ্য রেখেই নির্বাচকরা এশিয়া কাপের দল বেছে নিলেন মঙ্গলবার। সূর্যকুমার যাদব দলের অধিনায়ক। শুভমান গিল দলের ভাইস ক্যাপ্টেন। এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারতের অভিযান শুরু ১০ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর ভারত-পাক মহারণ।
শুভমান গিলকে নিয়ে চর্চা চলছিল। তিনি কি এশিয়া কাপের দলে ঢুকবেন? এ নিয়ে তীব্র আলোচনা চলছিল। ইংল্যান্ডের মাটিতে শুভমান গিলের নেতৃত্বে ভারত টেস্ট সিরিজে সমতা ফিরিয়ে দেশে ফিরেছে। এরপরে শুভমান গিলকে এশিয়া কাপে বাইরে রাখা সম্ভব ছিল না।
এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে ওপেন করবেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে একনম্বর ব্যাটসম্যান। তাঁর সঙ্গে ওপেন করতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। যে সঞ্জু টি-টোয়েন্টি ফরম্যাটে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
