আজকাল ওয়েবডেস্ক: টানা চার রবিবার চারটে ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। অর্থাৎ, হিসেব করলে দেখা যাবে গত ৩০ দিনে চারবার। গত তিনবারের বিজয়ী ভারত। এদিন পাকিস্তান বধের লড়াইয়ে নামছে ভারতের মহিলা দল। পুরুষরা তাঁদের কাজ করে দিয়েছেন, এবার পালা স্মৃতি মান্ধানাদের। শ্রীলঙ্কার কলম্বোয় মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে রবিবার একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান মহিলা দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল গুয়াহাটিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খানিকটা অনিশ্চিতভাবে শুরু করেছিল।
তাই এবার পাকিস্তানের বিপক্ষে নামার আগে লক্ষ্য একটাই, দাপট দেখানো। তবে সেটা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। মাঠের বাইরের নানা নাটকীয়তার পাশাপাশি আবহাওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ‘ওমেন ইন ব্লু’-র জন্য। শনিবার, অর্থাৎ ৪ অক্টোবর, কলম্বোয় সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। বৃষ্টির কারণে টস পর্যন্ত করা সম্ভব হয়নি, দুই দলকেই ভাগাভাগি করে নিতে হয় পয়েন্ট। তবে সুখবর হল, রবিবারের বড় ম্যাচের আগে আবহাওয়া কিছুটা অনুকূলে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সকালে কিছুটা বৃষ্টি হতে পারে কলম্বোয়, যে কারণে সামান্য দেরিতে টস করা হতে পারে।
মাঠে জল না থাকলে খেলার আর কোনও বাধা পড়ার সম্ভাবনা নেই। দিনের বাকি সময়ের বেশিরভাগটাই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। রাতের দিকে আবারও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় ম্যাচের শেষ দিকের ইনিংস চলবে। এমন অবস্থায় দুই দলকেই মনোযোগ ধরে রাখতে হবে দীর্ঘ সময়, যা ম্যাচের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে স্বস্তির বিষয়, কলম্বোর গ্রাউন্ড স্টাফরা বিশ্বের অন্যতম দক্ষ দল হিসেবে পরিচিত। মাঠের চারপাশে তারা সবসময় প্রস্তুত থাকে। সামান্য মেঘের ইঙ্গিত পেলেই মুহূর্তে ঢেকে ফেলে গোটা ইনফিল্ড। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই বিশেষ ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে মাঠের জল বের করে দেয় সীমানার বাইরে।
ফলে খেলা দ্রুত পুনরায় শুরু করা সম্ভব হয়। অন্যদিকে, পিচ রিপোর্ট বলছে, কলম্বোর উইকেট ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনাই বেশি। শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের জন্য পিচে সামান্য শুকনো ঘাস রাখা হয়েছিল, যাতে কিছুটা গতি পাওয়া যায়। সম্প্রচারকরা জানিয়েছিলেন, ছোট লেংথের বল করলে মার খাওয়ার সম্ভাবনা বেশি, তাই বোলারদের কিছুটা ফুল লেংথে বল করতে হবে উইকেট পাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত, গোটা ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ায় পিচের চরিত্র বোঝা যায়নি। রবিবারের ভারত-পাকিস্তান লড়াইয়ে তাই আবহাওয়া, পিচ ও মানসিক দৃঢ়তা, সব মিলিয়েই বড় পরীক্ষার দিন হরমনপ্রীত কৌরদের জন্য।
