আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ মেয়েদের টি-২০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। পরের বছর ১২ জুন শুরু হবে আইসিসি টুর্নামেন্ট। লর্ডস ছাড়াও দ্য ওভাল, ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলে, হ্যাম্পশায়ার বোল, এজবাস্টন এবং ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে খেলা হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে অংশ নেবে নিউজিল্যান্ড। মোট ১২ দলের বিশ্বকাপ। ২৪ দিন ধরে চলবে টুর্নামেন্ট। ৩৩টি ম্যাচ খেলা হবে। আটটি দল ইতিমধ্যেই বিশ্বকাপে খেলার ছাড়পত্র অর্জন করে ফেলেছে। এই তালিকায় রয়েছে আয়োজক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। পরের বছর কোয়ালিফায়ারের মাধ্যমে আরও চারটে দল যোগ দেবে।
১২টি দলকে মোট দুটো গ্রুপে ভাগ করা হবে। এক গ্রুপে ছ'টি দল থাকবে। তারপর নক আউট এবং ফাইনাল। ৫ জুলাই বিশ্বকাপ ফাইনাল। ২০১৭ সালে মেয়েদের ৫০ ওভার বিশ্বকাপের ফাইনাল হয়েছিল লর্ডসে। ভারতকে হারিয়ে খেতাব জেতে ইংল্যান্ড। আইসিসির চেয়ারম্যান জয় শাহ এদিন মেয়েদের টি-২০ বিশ্বকাপের ভেন্যু ঘোষণা করেন। তিনি বলেন, 'ইউকে সবসময় সমস্ত দলকে সমর্থন জানিয়েছে। অতীত ইভেন্টে যা আমরা দেখেছি। ২০১৭ সালে মেয়েদের ৫০ ওভারের বিশ্বকাপে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তাতে বোঝা যায়, মেয়েদের ক্রিকেট নিয়ে উৎসাহ বাড়ছে। তাই ফাইনালের জন্য এর থেকে ভাল ভেন্যু হতে পারত না।' ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হবে। তার আগে মেয়েদের বিশ্বকাপ উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে মনে করছেন জয় শাহ। ইংল্যান্ড এবং ওয়েলসে মেয়েদের ক্রিকেটের এটাই সবচেয়ে বড় আসর হতে চলেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও রিচার্ড গৌল্ড মনে করেন, টি-২০ বিশ্বকাপ ইংল্যান্ডে মেয়েদের ক্রিকেটের প্রসার বাড়াবে।
