আজকাল ওয়েবডেস্ক: নতুন মরশুমে ইস্টবেঙ্গলের দলবদলের বাজারে বড় চমক ছিলেন বিপিন সিং। মুম্বই সিটি এফসি থেকে এসেই লাল হলুদ জার্সিতে নিজেকে মেলে ধরেছেন। গোল পেয়েছেন মোহনবাগানের বিরুদ্ধে। মুম্বই থেকে কলকাতা, যাত্রা কেমন ছিল? দুই শহরের ফুটবলের মধ্যে পার্থক্য কোথায়? তারকা উইঙ্গার জানিয়ে দিলেন, দর্শক ঠাসা স্টেডিয়ামে খেলার ইচ্ছে ছিল তাঁর। সেটাই তাঁকে কলকাতায় এনেছে। বিপিন বলেন, 'আমার স্বপ্ন ছিল কলকাতায় খেলা। ডার্বি জয়ের অভিজ্ঞতা স্বপ্নের মতো। ঐতিহ্যশালী ক্লাব। ফ্যানদের সামনে খেলতে চেয়েছিলাম। এখানে প্রচুর সমর্থক মাঠে আসে। মুম্বইয়ে এটা হয় না। ডার্বি আমার কাছে নতুন অভিজ্ঞতা। খুবই খুশি। আরও সমর্থন চাই।' 

সবে রবিবার হাইভোল্টেজ ডার্বি খেলেছেন। দু'দিন পর আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ ডায়মন্ড হারবার। মাঝে রিকভারির সময় নেই। ডার্বির পরের দিন ফুটবলারদের বিশ্রাম দেন অস্কার ব্রুজো। মঙ্গলবার হালকা অনুশীলন করেই নামতে হবে। এই পরিস্থিতিতে খেলা কতটা কঠিন? বিপিন বলেন, 'সবে দু'দিন আগেই ডার্বি খেলেছি। কঠিন ম্যাচ ছিল। সবাই ১০০ শতাংশ দেয়। তিনদিনের মধ্যে আরও একটা হাইভোল্টেজ ম্যাচ খেলা কঠিন। তবে সব প্লেয়াররা পেশাদার। তাড়াতাড়ি রিকোভার করার চেষ্টা করব। আমরা পরের ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমরা ম্যাচ প্রতি এগোচ্ছি। আমাদের সামনে ফাইনালে ওঠার হাতছানি রয়েছে। তাতেই ফোকাস করছি।' 

টুর্নামেন্টে সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে ফেলেছে ইস্টবেঙ্গল। তাসত্ত্বেও কিবু ভিকুনার দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন অস্কার ব্রুজো। তবে বিপিনকে দেখে মনে হল, ডায়মন্ড হারবার ম্যাচে নিয়ে বিশেষ চিন্তিত নয়। হোমওয়ার্ক সারা। প্রতিপক্ষ নিয়ে বিপিন বলেন, 'ডায়মন্ড হারবার ভাল দল। আমরা ওদের দেখেছি। ওদের বিরুদ্ধে কীভাবে খেলতে হবে আমরা জানি। কোচের নির্দিষ্ট প্ল্যান আছে। ভাল ম্যাচের বিষয়ে আশাবাদী।' লাল হলুদ জার্সিতে মরশুমের প্রথম ট্রফি জিততে মরিয়া তারকা ফুটবলার। ক্লাবের অতীত পারফরমেন্স সম্বন্ধে অবগত। তবে এবারের ইস্টবেঙ্গল দল নিয়ে আশাবাদী পাহাড়ি ফুটবলার। বিপিন বলেন, 'ইস্টবেঙ্গলে এটা আমার প্রথম মরশুম। প্রথম টুর্নামেন্ট। আমি ডুরান্ড কাপ জিততে চাই। আইএসএল হলে, সেটাও জিততে চাই। ইস্টবেঙ্গল আমার জন্য স্পেশাল। ট্রফি জেতাই লক্ষ্য। এবারের দলটা শক্তিশালী। বিদেশি এবং স্থানীয় ফুটবলাররা ভাল। পজিটিভ রেজাল্টের আশায়।' মঙ্গলবার বিকেলে নিউটাউনের সেন্টার অফ এক্সেলেন্সে দলের অনুশীলনে হাজির ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। কোচ এবং ফুটবলারদের সঙ্গে আলাদা কথা বলেন লাল হলুদের কর্তা। হামিদের খেলা নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে সেমিফাইনালে নেই রশিদ। মঙ্গলবার বিকেলে হালকা অনুশীলন করান অস্কার ব্রুজো। সেমিফাইনালে প্রথম থেকেই শুরু করবেন ডিয়ামানটাকোস। সমর্থক ঠাসা স্টেডিয়ামে ডার্বির পুনরাবৃত্তি চান অস্কার।