আজকাল ওয়েবডেস্ক: এতদিন পর্যন্ত এজবাস্টন ছিল ভারতের কাছে অধরা স্টেশন। এই মাঠে একটিও জয় পায়নি ভারত। কিন্তু শুভমান গিলের নেতৃত্বে ইতিহাস বদলায় ভারত। এই এজবাস্টনেই ভারত সমতা ফেরায়। জমে যায় পাঁচ টেস্টের সিরিজ। সিরিজের  ফলাফল এখন ১-১। 

এজবাস্টনে একাধিক রেকর্ড গড়ে ভারত। বিদেশের মাঠে টেস্ট জেতা ভারতের সর্বকনিষ্ঠ অধিনায়কের নাম শুভমান গিল।

২৬৯ ও ১৬১ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন গিল। প্রথম দুই টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৮৫ রান। 

কোনও টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড স্যর ডন ব্র্যাডম্যানের। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৩০-এ পাঁচ টেস্টে ৯৭৪ রান করেছিলেন অজি গ্রেট।

ব্র্যাডম্যানকে ধাওয়া করে চলেছেন গিল। সেই রেকর্ড ভাঙতে চলতি সিরিজে ভারত অধিনায়কের দরকার ৩৯০ রান। হাতে রয়েছে তিনটি টেস্ট। অনেকেই মনে করছেন যে ফর্মে তিনি ব্যাট করছেন, তাতে ব্র্যাডম্যানকে টপকানো কেবল সময়ের অপেক্ষা। 

এশিয়ার ক্রিকেট খেলিয়ে দেশগুলোর জন্য এজবাস্টন এতদিন ছিল ব্যর্থতার প্রতীক। ১৯টি টেস্ট খেলে এবারই প্রথম কোনও এশিয়ান দল জয় পেল। সাতটি হার ও একটি ড্রয়ের পর ভারত অবশেষে জয়ের হাসি হাসল। 

এজবাস্টনে ৪১.১ ওভার বল করে ১০ উইকেট নেন  আকাশদীপ। ভারতের হয়ে এক টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন তাঁরই ঝুলিতে। তিনি ভেঙে দিয়েছেন চেতন শর্মার ১৯৮৬ সালের ১০/১৮৮ রেকর্ডও।

নতুন বলে আকাশ ও সিরাজ মিলে নেন ১৭টি উইকেট। ভারতের ইতিহাসে টেস্টে নতুন বল হাতে ওপেনিং জুটি হিসেবে এটি যৌথভাবে সর্বোচ্চ। 

২০০৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ইরফান পাঠান ও জাহির খান এবং ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইশান্ত শর্মা ও উমেশ যাদব নজির গড়েছিলেন। 

এছাড়াও রানের রেকর্ড গড়ে ভারত। প্রথম ইনিংসে ৫৮৭ ও দ্বিতীয় ইনিংসে ৪২৭/৬ করে ভারত। মোট ১০১৪ রান। টেস্ট জয়ে কোনও দলের এটাই দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ১৯৩৪ সালের ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার ১০২৮ রানের রেকর্ডই শুধু সামনে। এজবাস্টনে জিতে ভারত সমতা ফিরিয়ে এনেছে টেস্ট সিরিজে। জমে গেল ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট।