আজকাল ওয়েবডেস্ক: আনোয়ার আলিকে নিয়ে ইস্ট-মোহনের মধ্যে 'টাগ অফ ওয়ার' চলছেই। শেষপর্যন্ত কাদের জার্সিতে দেখা যাবে দেশের সেরা ডিফেন্ডারকে? এই প্রশ্নের উত্তর পেতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আনোয়ারকে ধরে রাখতে কতদূর যাবে মোহনবাগান কর্তৃপক্ষ? তার একটি ইঙ্গিত পাওয়া গেল সঞ্জীব গোয়েঙ্কার কথায়। মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও ক্লাবের প্ররোচনায় পা দিতে চান না তাঁরা। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন। তারপরই নিজেদের পরিবর্ত স্ট্যান্ড জানাবেন। 
সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'মোহনবাগান শুধু একটা ক্লাব নয়, আবেগ। একটা প্রতিষ্ঠান। মোহনবাগানের প্রতিনিধিত্ব করার গুরুত্ব অপরিসীম। অনেক কিছু জড়িয়ে থাকে। আমাদের দলে তিনজন বিশ্বকাপার আছে। যা অন্য কোনও দলে নেই। আনোয়ার একটা মিষ্টি ছেলে। আমার খুবই পছন্দের। এই বিষয়ে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করব। আমরা মোহনবাগান। শালীনতা বজায় রাখতে পছন্দ করি। আমরা কারোর প্ররোচনায় পা দিতে চাই না। সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। গত বছর আনোয়ারের সঙ্গে আমাদের অভিজ্ঞতা ভাল। ও দারুণ টিম ম্যান। তাই এই বিষয়ে আমরা এখনই কিছু বলতে চাই না।' আনোয়ার নিজের পেজে টুইট করে জানিয়ে দিয়েছেন, মোহনবাগানে থাকতে তিনি আর আগ্রহী নয়। অনিচ্ছুক ঘোড়াকে আটকে রাখার জন্য কি অলআউট ঝাঁপাবে বাগান? উত্তরে গোয়েঙ্কা বলেন, 'ও ইচ্ছুক বা অনিচ্ছুক, তার কোনও প্রমাণ আমরা পাইনি। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। কী হয় দেখা যাবে।' মোহনবাগানের কর্ণধার আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, আনোয়ার ইস্যুতে ধীরে চলো নীতিতেই এগোতে চায় ক্লাব।
সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'মোহনবাগান শুধু একটা ক্লাব নয়, আবেগ। একটা প্রতিষ্ঠান। মোহনবাগানের প্রতিনিধিত্ব করার গুরুত্ব অপরিসীম। অনেক কিছু জড়িয়ে থাকে। আমাদের দলে তিনজন বিশ্বকাপার আছে। যা অন্য কোনও দলে নেই। আনোয়ার একটা মিষ্টি ছেলে। আমার খুবই পছন্দের। এই বিষয়ে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করব। আমরা মোহনবাগান। শালীনতা বজায় রাখতে পছন্দ করি। আমরা কারোর প্ররোচনায় পা দিতে চাই না। সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। গত বছর আনোয়ারের সঙ্গে আমাদের অভিজ্ঞতা ভাল। ও দারুণ টিম ম্যান। তাই এই বিষয়ে আমরা এখনই কিছু বলতে চাই না।' আনোয়ার নিজের পেজে টুইট করে জানিয়ে দিয়েছেন, মোহনবাগানে থাকতে তিনি আর আগ্রহী নয়। অনিচ্ছুক ঘোড়াকে আটকে রাখার জন্য কি অলআউট ঝাঁপাবে বাগান? উত্তরে গোয়েঙ্কা বলেন, 'ও ইচ্ছুক বা অনিচ্ছুক, তার কোনও প্রমাণ আমরা পাইনি। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। কী হয় দেখা যাবে।' মোহনবাগানের কর্ণধার আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, আনোয়ার ইস্যুতে ধীরে চলো নীতিতেই এগোতে চায় ক্লাব।
