আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদে চলছে তৃতীয় একদিনের ম্যাচ। বুধবার সবুজ আর্মব্যান্ড পরে মাঠে নামেন ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা। বিসিসিআইয়ের 'অঙ্গ দান করুন, জীবন বাঁচান' প্রকল্পে সামিল হলেন দুই দেশের ক্রিকেটাররা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরে একটি বিবৃতিতে এমন জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের রিলিজে বলা হয়েছে, 'বোর্ডের প্রকল্প ' অঙ্গ দান করুন, প্রাণ বাঁচান' প্রকল্পে সামিল হওয়ার জন্য দুই দলের ক্রিকেটাররা সবুজ আর্মব্যান্ড পরে নেমেছে। এই উদ্যোগের মূলে আছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।' সোমবার এই উদ্যোগের ঘোষণা করেন প্রাক্তন বোর্ড সচিব এবং বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ। 

নিজের এক্স হ্যান্ডেলে জয় শাহ লেখেন, 'আহমেদাবাদে ভারত-ইংল্যান্ড ম্যাচে আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে চাই। উদ্যোগের নাম, 'অঙ্গ দান করো, প্রাণ বাঁচাও।' স্পোর্টের মাঠের বাইরেও প্রভাব ফেলার ক্ষমতা আছে। এই উদ্যোগের মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আবেদন জানাই। একটা শপথ, একটা সিদ্ধান্ত একাধিক জীবন বাঁচাতে পারে। সবাই মিলে পার্থক্য গড়ার চেষ্টা করতে হবে।' এই উদ্যোগকে সমর্থন করেন একাধিক ভারতীয় ক্রিকেটার। এই তালিকায় আছেন বিরাট কোহলি, শুভমন গিল। বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে কোহলি বলেন, 'শতরান‌ করুন। আপনার অঙ্গ বাকিদের বাঁচতে সাহায্য করতে পারে। ডোনার হিসেবে নিজের নাম লেখান, এবং প্রাণ বাঁচান।' গিল বলেন, 'জীবনের অধিনায়ক হন। যেমন একজন নেতা দলকে জয়ে পৌঁছে দেয়, আপনিও অঙ্গ দান করে কারোর জীবন বাঁচাতে পারেন।' কোহলি, গিল ছাড়াও শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল এই উদ্যোগের সমর্থন করেন।