আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন স্টিভ স্মিথ। শুক্রবার লর্ডসে আঙুলে গুরুতর চোট পান অজি তারকা। তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস চলাকালীন স্লিপে ফিল্ডিং করার সময় চোট পান। ডান হাতের কোরে আঙুলের হাড় সরে গিয়েছে। তেম্বা বাভুমার ক্যাচ নেওয়ার সময় বিপত্তি ঘটে। স্ট্যাম্পের ১৪ মিটার পেছনে দাঁড়িয়ে ছিলেন স্মিথ। মাথায় হেলমেট ছিল। ১৩৮ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে শর্ট বল করেন মিচেল স্টার্ক। বাভুমার খোঁচা মারা বল স্লিপে স্মিথের দিকে যায়। কিন্তু বল বেকায়দায় তাঁর হাতে লাগে। 

বল হাতে লাগা মাত্র যন্ত্রণায় কাতরাতে থাকেন অজি তারকা। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়, তাঁকে এক্স রে এবং অন্যান্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়, 'লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্লিপে ফিল্ডিং করার সময় আঙুলের হাড় সরে গিয়েছে। মাঠেই প্রাথমিক চিকিৎসা করে অস্ট্রেলিয়া দলের মেডিক্যাল স্টাফ। তারপর এক্স রে এবং অন্যান্য মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আর পাওয়া যাবে না স্মিথকে। কিন্তু কবে ঠিক হবেন এখনও বোঝা যাচ্ছে না। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও অনিশ্চিত তিনি। ২৫ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। স্মিথ না খেলতে পারলে, অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হবে।