আজকাল ওয়েবডেস্ক: পুজো শেষ। আবার ফুটবলে ফিরবে বাঙালি। এবার ডার্বির প্রহর গোনা শুরু। আসন্ন শনিবার আইএসএলের প্রথম ডার্বি। মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে টিকিট বিক্রি। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। অনলাইন টিকিটের ক্ষেত্রে ইস্টবেঙ্গল সাপোর্টাররা সল্টলেক স্টেডিয়ামের একনম্বর গেটের বক্স অফিস থেকে টিকিট রিডিম করাতে পারবে। সকাল ১১টা থেকে সন্ধে‌ ৬টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। মোহনবাগান সমর্থকরা যুবভারতী ক্রীড়াঙ্গনের চার নম্বর গেটের বক্স অফিস থেকে টিকিট রিডিম করাতে পারবে। সময় একই। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা। অফলাইন টিকিটের ক্ষেত্রে দুই দলের সমর্থকরা ইস্টবেঙ্গল ক্লাব এবং রুবি হাসপাতালের জংশন থেকে টিকিট কাটতে পারবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত টিকিট পাওয়া যাবে। সময় সকাল ১১টা থেকে সন্ধে ৬টা। 

ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্ট-মোহন। পুজো শেষ হওয়ার আগেই বিনো জর্জের তত্ত্বাবধানে প্র্যাকটিস শুরু করে দিয়েছে ক্লেইটন, ক্রেসপোরা। নতুন কোচ অস্কার ব্রুজোকে ডার্বির আগে কলকাতায় আনার চেষ্টা করছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে, তিনি ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন। তবে ততদিন বিনোর অধীনেই প্রস্তুতি চলবে। ১৫ অক্টোবর পর্যন্ত ময়দান বন্ধ। তাই যুবভারতীর প্র্যাকটিস মাঠেই অনুশীলন করছে দুই প্রধান। সোমবার থেকে ডার্বির প্রস্তুতি শুরু হয়ে যায় বাগান শিবিরে। রাগবি খেলতে দেখা যায় জেমি, দিমিদের। এদিন হালকা অনুশীলন করার হোসে মোলিনা।