আজকাল ওয়েবডেস্ক: বেল ফ্লিপ কী? মারনাস লাবুশেন ব্যাট করার সময়ে মহম্মদ সিরাজ উইকেটের বেল দুটোর স্থান পরিবর্তন করেন। যা নিয়ে প্রবল চর্চা সোশ্যাল মিডিয়ায়।
দ্বিতীয় দিনের ৩৩-তম ওভারের ঘটনা। সিরাজ বেলের অবস্থান পরিবর্তন করে দিলেও পরে লাবুশেন আবার বেলের স্থান অদল বদল করে নেন। ধারাভাষ্যকাররা বলছেন, সিরাজের ফাঁদে পা দিয়েই আউট হন লাবুশেন।
অজি ব্যাটার অবশ্য সিরাজের বলে আউট হননি। তিনি ফেরেন নীতীশ কুমার রেড্ডির বলে। যদিও ওয়াকিবহাল মহল মনে করছে, সিরাজই বেল ফ্লিপ করে তাঁর মনোসংযোগে ব্যাঘাত ঘটান।
বেল ফ্লিপ কী, তা নয় বোঝা গেল। কিন্তু কেন বেল ফ্লিপের দ্বারস্থ হন ক্রিকেটাররা? যখন সমস্যায় পড়েন বোলাররা, প্রতিপক্ষের উইকেট তুলতে না পেরে অসহায়তা গ্রাস করে, সেই সময়ে ভিন্ন উপায় গ্রহণ করেন তাঁরা। বেল ফ্লিপ করে অনেক সময়েই সাফল্য পান বোলাররা। সৌভাগ্য বয়ে আনে। এদিনও যেমন বেলের অবস্থান অদল বদল করার পরেই আউট হন লাবুশেন।
২০২৩ সালের অ্যাশেজের সময়ে স্টুয়ার্ট ব্রড বেল ফ্লিপ করেন। ওভাল টেস্টে তিনি বেল ফ্লিপ করে লাবুশেনকেই ফিরয়েছিলেন। 
 
 ২০১৯ সালে নাথান লিয়ঁ বেল ফ্লিপ করে সফল হয়েছিলেন। ইংল্যান্ডের জো রুট ও ররি বার্নস আউট হয়েছিলেন। 
 
  
