আজকাল ওয়েবডেস্ক: বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চ তৈরি। বুধবার আইকনিক লর্ডসে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। সবার নজর থাকবে সেই দিকে। কিন্তু টেস্ট ড্র হলে বা বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র বা টাইয়ে শেষ হয়, দুই দলের মধ্যে ট্রফি ভাগাভাগি হবে। ২০২১ সাল থেকে এই নিয়মই চলে আসছে। টেস্ট ক্রিকেটে সুপার ওভারের মতো কিছু নেই। দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ ড্র হলে কোনও দলকেই বিজয়ী ধরা হয় না। তবে এটা চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তাই ড্র হলে দুই দলকেই যৌথ বিজয়ী ঘোষণা করা হবে।

বৃষ্টির সম্ভাবনার কথা ভেবে একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। ১৬ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রিজার্ভ ডে। ষষ্ঠ দিন ৯০ ওভারের খেলা হতে পারে। যদি বৃষ্টির জন্য সময় নষ্ট হয়, এবং সেটা পাঁচ দিনের মধ্যে রিকোভার না করা যায়। বৃষ্টি বা খারাপ আবহাওয়া সত্ত্বেও পাঁচদিনে‌ ম্যাচের ফয়সালা হয়ে গেলে রিজার্ভ ডে আর কার্যকরী হবে না। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আর্থিক পুরস্কার বাড়িয়ে দিয়েছে আইসিসি। টেস্টের জনপ্রিয়তা বাড়াতে এই উদ্যোগ নেয় ক্রিকেটের সর্বাধিক নিয়ামক সংস্থা। খেতাব ধরে রাখার লক্ষ্যে নামবে অস্ট্রেলিয়া। দলে স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্নাস লাবুশেনের মতো তারকা রয়েছে। অন্যদিকে ইতিহাস তাড়া করছে দক্ষিণ আফ্রিকা। ২৭ বছরের আইসিসি ট্রফির খরা মেটাতে বদ্ধপরিকর তেম্বা বাভুমারা। ১৯৯৮ আইসিসি নকআউটের পর বিশ্বমঞ্চে কোনও ট্রফি নেই প্রোটিয়াদের। নকআউট পর্বে একের পর এক ব্যর্থতা। যার ফলে 'চোকার্স' তকমা সেঁটে যায়। এবার শাপমুক্তির আশায় নামবে প্রোটিয়ারা।