আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। লর্ডসে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফাইনালে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাঁচ দিনের এই ম্যাচ যদি ভেস্তে যায়, বা ড্র হয় তা হলে কোন দল চ্যাম্পিয়ন হবে? তার জন্য আলাদা নিয়ম রয়েছে আইসিসির।


স্থানীয় হাওয়া অফিসের পূর্বাভাস, টেস্টের পাঁচ দিনই আকাশ মেঘলা থাকবে। দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। বাকি চার দিনও বৃষ্টি হতে পারে। বৃষ্টির কথা মাথায় রেখেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক দিন রিজার্ভ ডে থাকে। অর্থাৎ, নির্ধারিত পাঁচ দিনে ওভার নষ্ট হলে সেই ওভার ষষ্ঠ দিনে শেষ করার চেষ্টা করা হয়। ২০২১ সালের ফাইনালে বৃষ্টিতে প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছিল। ফলে ভারত–নিউজিল্যান্ড ফাইনাল শেষ হয়েছিল রিজার্ভ দিনে। চ্যাম্পিয়ন হয়েছিল কিউয়িরা।


আর তাই এবারের ফাইনাল বৃষ্টির জন্য কোনও কারণে ভেস্তে যায় বা ড্র কিংবা টাই হয় সেক্ষেত্রে দুই দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে। এক্ষেত্রে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকার সুবিধা কোনও দল পায় না। সব দেশ যেহেতু একই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে না এবং সিরিজ ও টেস্ট ম্যাচের সংখ্যা সমান হয় না তাই ফাইনালে কাউকে বাড়তি সুবিধা দেওয়া হয় না। এটাই আইসিসির নিয়ম। 


প্রথম দু’‌বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু জিততে পারেনি। প্রথমবার চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। গতবার অস্ট্রেলিয়া। এবারও ফাইনালে উঠেছে তারা। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।