আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিরুদ্ধে বার্সেলোনার হয়ে দুর্দান্ত গোল করে বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছেন ১৭ বছরের তরুণ প্রতিভা লামিন ইয়ামাল। কিন্তু ম্যাচের সব আলো তিনি একা নন, গ্যালারিতে বসা তাঁর বাবাও কেড়ে নিয়েছেন খানিকটা। দুর্দান্ত গোলের পর ইয়ামালের বাবার প্রতিক্রিয়াও এখন ভাইরাল।
ম্যাচের ২৪ মিনিটে, বার্সা যখন ২-০ গোলে পিছিয়ে, তখন একক প্রচেষ্টায় দুর্দান্ত একটি গোল করেন ইয়ামাল। নিখুঁত ড্রিবলিং, ক্লোজ কন্ট্রোল, ফ্লেয়ার ও ফিনিশিং—সবকিছুতেই পূর্ণতা ছিল ওই গোলটিতে। সেই মুহূর্তে গ্যালারিতে থাকা ইয়ামালের বাবা ছেলের এমন পারফরম্যান্স দেখে উচ্ছ্বাসে ভেসে যান। ছিঁড়ে ফেলেন জ্যাকেট।
والد يامال يفقد السيطرة.. احتفال أسطوري بهدف نجله ????????#ملعب_لكل_الرياضات | #برشلونه_انتر | #لامين_يامال pic.twitter.com/aX4wKSbHHC
— winwin (@winwinallsports)Tweet by @winwinallsports
স্প্যানিশ সংবাদমাধ্যম একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায়—গোলের পর উল্লাসে নিজের আবেগ ধরে রাখতে পারছেন না ইয়ামালের বাবা। বার্সেলোনার হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ইয়ামাল ছিলেন আসল তারকা। তাঁর অসাধারণ পারফরম্যান্সের দৌলতেই ম্যাচ শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়। মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বের বড় মঞ্চে নিজের জাত চিনিয়ে দিয়েছেন ইয়ামাল।
টানটান উত্তেজনা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে। বার্সেলোনার ঘরের মাঠে প্রথম লেগে খেলতে এসেছিল ইন্টার মিলান। খেলা শেষ হল ৩–৩ ফলে। খেলার ৩০ সেকেন্ডেই ইন্টার এগিয়ে গিয়েছিল মার্কাস থুরামের গোলে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে দ্রুততম গোলের নজির গড়লেন তিনি। যদিও চোটও পেলেন। ইন্টার চাইবে ঘরের মাঠে দ্বিতীয় পর্বের আগে সুস্থ হয়ে উঠুক থুরাম। গোল খেয়ে ফিরে আসার চেষ্টা করতে থাকে বার্সেলোনা। কিন্তু সফল হতে পারেনি। উল্টে ২১ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুরন্ত ব্যাকভলিতে গোল করে যান ডেনজেল ডামফ্রিস। ইন্টার এগিয়ে যায় ২ গোলে। কিন্তু এরপরেই শুরু লামিন ইয়ামাল ম্যাজিক। ডানপ্রান্ত দিয়ে গতি বাড়িয়ে ইন্টার ডিফেন্ডারকে পাশ কাটিয়ে সোজা ঢুকে পড়েন বক্সে এবং বাঁ–পায়ের জোরালো শটে গোল করে যান তিনি।
