আজকাল ওয়েবডেস্ক: দু'দিন আগে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে নিজের পদত্যাগের কারণ জানিয়েছিলেন টুটু বসু। একইসঙ্গে নাম না করে তোপ দাগেন দেবাশিস দত্তকে। কিন্তু সোমবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠকের পর এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি বাগান সচিব। দেবাশিস দত্ত বলেন, 'আমি মোহনবাগান ক্লাবে বসে এই বিষয়ে কিছু বলতে পারি না। উনি বাড়িতে ব্যক্তিগতভাবে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। ব্যক্তিগত মতামত দিয়েছেন। আমার যদি কিছু বলার থাকে তাহলে ব্যক্তিগতভাবে সাংবাদিক সম্মেলন ডেকে জানাব। ক্লাবে আমি সচিব, এই জায়গা থেকে আমি মন্তব্য করতে পারি না। যদি আমি মনে করি এর জবাব দেওয়া উচিত, কোনও না কোনও জায়গা থেকে দেব।'
টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে সোমবার ইমার্জেন্সী বৈঠক হয় মোহনবাগানে। দীর্ঘ আলোচনা হয়। তারপর দেবাশিস দত্ত জানান, পদত্যাগ পত্র এখনও গৃহীত হয়নি। বৈঠকে নানান মতামত উঠে আসে। সেই কারণে মুলতুবি রাখা হয় মিটিং। কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। সামনের সপ্তাহে আবার কার্যকরী কমিটির সভা ডাকা হবে। সেখানে টুটু বসুর ইস্তফা নিয়ে আলোচনা করা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে। টুটু বসুর বাড়িতে ডাকা সাংবাদিক সম্মেলন নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি দেবাশিস দত্ত। হাসিমুখে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যান। এদিন আইসিএসইতে কৃতি ছাত্রী দিল্লি পাবলিক স্কুলের সম্পূর্ণা সিংহকে সংবর্ধনা দেয় মোহনবাগান ক্লাব। ক্লাবের ইতিহাসে এর আগে এইধরনের ঘটনা ঘটেনি। ৯৯.৬ শতাংশ নিয়ে উত্তীর্ণ হন তিনি। অঙ্ক পরীক্ষার দু'দিন আগে যুবভারতীতে মোহনবাগানের লিগ শিল্ড জয়ের ম্যাচ দেখতে আসেন সম্পূর্ণা। তাই তাঁকে সংবর্ধিত করা হল। নির্বাচনের জন্য বর্তমানে নতুন মেম্বারশিপ বন্ধ আছে। দেবাশিস দত্ত জানান, নির্বাচনের পর যেই কমিটিই আসুক না কেন, কৃতি ছাত্রীকে মেম্বার করা হবে।
