আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১ রানে আট উইকেট হারাল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ঘরোয়া একদিনের ক্রিকেটে খেলা ছিল তাসমানিয়ার সঙ্গে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ভালই খেলছিল। একসময় রান ছিল ৫২/২। কিন্তু তারপরেই যেন ছন্দপতন। একের পর এক উইকেট পড়তে শুরু করল। আর মাত্র এক রান যোগ করল দল। হারাল আট উইকেট। ছ’জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। তাসমানিয়ার বোলার বিউ ওয়েবস্টার ছয় উইকেট নিয়েছেন মাত্র ১৭ রানের বিনিময়ে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ম্যাচের স্কোরকার্ড। দেখা গেছে, পরপর ফিরে গেছেন টার্নার, ইংলিশ, কার্টরাইট, কনোলি, রিচার্ডসন, প্যারিস ও অ্যাগার। মাত্র ২০.১ ওভারেই অলআউট হয়ে যায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
জানা গেছে টুর্নামেন্টের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৩ সালে ২০০৩ সালে হোবার্টে তাসমানিয়ার বিরুদ্ধেই সাউথ অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল মাত্র ৫১ রানে।
এই ম্যাচটি জিততে স্বাভাবিকভাবেই অসুবিধা হয়নি তাসামানিয়ার। সাত উইকেটে ম্যাচ জিতে নেয় তারা।
