আজকাল ওয়েবডেস্ক: মঞ্চটা ছিল ক্রেগ ব্র্যাথওয়েটের। কেরিয়ারের শততম টেস্টে শূন্য রানে আউট হলেন তিনি। তে্তো স্বাদ পেলেন ব্র্যাথওয়েট।
গ্রেনাডা টেস্টে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন ব্র্যাথওয়েট। ৮ বল খরচ করেন তিনি। কিন্তু খাতা খুলতে পারেননি।
শততম টেস্টে শূন্য রানে আউট হওয়া ১১-তম ক্রিকেটার ব্র্যাথওয়েট।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে একশো টেস্ট খেলা দশম ক্রিকেটার তিনি। ক্যারিবিয়ানদের মধ্যে ব্র্যাথওয়েটের আগে শততম টেস্টে শূন্য রানে আউট হন কেবল কোর্টনি ওয়ালশ।
১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খাতা না খুলে ফিরে গিয়েছিলেন ওয়ালশ।
টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার বিশ্ব রেকর্ডও ওয়ালশের।
শততম টেস্টে শূন্য রানে আউট হওয়া প্রথম ক্রিকেটার ভারতের দিলীপ ভেঙ্কসরকার। চেতেশ্বর পূজারা ও রবিচন্দ্রন অশ্বিনেরও অভিজ্ঞতা একই।
প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ব্র্যাথওয়েটের সামনে বড় রান করার সুযোগ রয়েছে।
