আজকাল ওয়েবডেস্ক: ঐতিহাসিক সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের। জাতীয় দলের ৯ জন ক্রিকেটারের সঙ্গে দু'বছরের কেন্দ্রীয় চুক্তি করা হল। এই তালিকায় রয়েছে পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ দলের সহ অধিনায়ক আলজারি জোসেফ, পেস সেনসেশন সামার জোসেফ, মেয়েদের টি-২০ দলের অধিনায়ক হেইলি ম্যাথিউজ এবং তাঁর ডেপুটি শেমাইনে ক্যাম্পবেলের সঙ্গে দু'বছরের চুক্তি করা হয়েছে। পুরুষদের দলের মোট ১৫ জনের সঙ্গে চুক্তি করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তারমধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে ন'জনের সঙ্গে আরও বাড়তি এক বছরের চুক্তি করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। মেয়েদের ১৫ জনের দলের মধ্যে তিনজনের সঙ্গে দু'বছরের চুক্তি করা হয়। সারা বিশ্বে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে ক্যারিবিয়ান ক্রিকেটাররা। যার ফলে ক্ষতিগ্রস্থ হয় জাতীয় দল। ক্রিকেটাররা বাইরের একাধিক লিগ খেলায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সময় প্লেয়ার পাওয়া যায় না। চোট-আঘাত, ক্লান্তির জন্য একাধিক তারকা ক্রিকেটারকে পাওয়া যায় না। এবার তাঁদের আর্থিক নিরাপত্তা দিতে এই সিদ্ধান্ত নিল বোর্ড।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে চার বছরের মউ স্বাক্ষরিত হয়েছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর মাইলস বাসকোম্বে বলেন, 'প্লেয়ারদের সঙ্গে আমরা স্বচ্ছতা বজায় রাখতে চাই। আধুনিক ক্রিকেটের বাস্তব মেনে নিতে হবে। তাঁরা দু'বছরের চুক্তি মেনে নিয়েছে। এটাই দুই পক্ষের কমিটমেন্টের পরিচয়। গত বছরের পারফরম্যান্সের ভিত্তিতেই এই চুক্তি করা হয়েছে।' ওয়েস্ট ইন্ডিজের পুরুষদের দলে ১৫ জনের মধ্যে মাত্র দুটো পরিবর্তন রয়েছে। কাভেম হজ এবং রোস্টন চেজকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৮ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন হজ। সিরিজের সর্বোচ্চ তান সংগ্রহকারী হওয়ার পাশাপাশি ১২ উইকেটও নেন।
