আজকাল ওয়েবডেস্ক: দু'বার পিছিয়েও দাপটের সঙ্গে ম্যাচ জিতেছে মোহনবাগান। যুবভারতীতে আনন্দে মশগুল সবুজ মেরুনের ভক্তরা। তারমধ্যেই অশনি সংকেত। খোঁড়াতে খোঁড়াতে সাংবাদিক সম্মেলনে এলেন গ্রেগ স্টুয়ার্ট। শেষে পোডিয়াম থেকে নেমেও একই ভঙ্গিতে স্টেডিয়াম ছাড়লেন ম্যাচের সেরা। চারদিন পরই বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। তার আগেই ভক্তদের মনে আতঙ্ক ধরিয়ে দিলেন স্টুয়ার্ট। তবে ডুরান্ড কাপের বদলা নিতে পেরে খুশি স্কটিশ ফরোয়ার্ড। আগের দিন হোসে মোলিনা যতই বলুন না কেন, এটা বদলার ম্যাচ নয়, নর্থ ইস্টকে হারিয়ে কিছুটা হলেও বাড়তি তৃপ্ত বাগান। স্টুয়ার্ট বলেন, 'আগের ম্যাচে আমাদের হতাশাজনক পারফরম্যান্স ছিল। ডুরান্ড ফাইনাল আমরা কেউই ভুলিনি। তবে এদিন আমরা জিততে সক্ষম হয়েছি। এই জয় ছেলেদের তৃপ্তি দেবে। আমরা গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছি। চারিত্রিক দৃঢ়তা দেখাতে পেরেছি। রিজার্ভ বেঞ্চ থেকে নেমে কামিন্স গোল পেয়েছে। জিমির অভিষেক হয়েছে। সার্বিকভাবে আমাদের জন্য ভাল রেজাল্ট।' 

এদিন দু'বার পিছিয়ে পড়ে জিতলেও প্রত্যেক ম্যাচে সেটা সম্ভব নয়। কিন্তু নিয়মিত গোল হজম করছে মোহনবাগান। থামার কোনও লক্ষণ নেই। এটা কতটা বাড়তি চাপ সৃষ্টি করছে আক্রমণভাগের খেলোয়াড়দের ওপর? স্টুয়ার্ট বলেন, 'আমাদের প্রত্যেক ম্যাচেই রক্ষণ আরও মজবুত করতে হবে। আমাদের একসঙ্গে আক্রমণে যেতে হবে, আবার একইসঙ্গে রক্ষণ সামলাতে হবে। প্রত্যেক ম্যাচে আমরা তিন, চারটে করে গোল করতে পারব না। তাই ডিফেন্সে উন্নতি করতেই হবে।' এদিন তিনজন বিদেশিকে রেখে শুরু করেন মোলিনা। ভরসা রাখেন ভারতীয় ফুটবলারদের ওপর। সাংবাদিক সম্মেলনে এই বিষয়টির উল্লেখ করেন স্টুয়ার্ট। একইসঙ্গে প্রশংসা করেন তরুণ ভারতীয় ফুটবলারদের। পরের ম্যাচেই প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। সুনীলদের বিরুদ্ধে কঠিন ম্যাচের আগে এই জয় দলকে মোমেন্টাম দেবে বলে মনে করেন স্টুয়ার্ট।