আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও সদস্য। অথচ তারাই ছিল এবার আয়োজক। ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় রোহিতরা সব ম্যাচ খেলেন দুবাইয়ে। ফাইনালও হয় দুবাইয়ে। নিউজিল্যান্ডকে হারিয়ে কাপ জিতেছে ভারত।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা এই বিষয়ে বেশ ক্ষুব্ধ। মঞ্চে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনিও। কিন্তু পিসিবির কাউকে দেখা যায়নি। 


অথচ দুবাইয়ে ফাইনালে উপস্থিত ছিলেন পিসিবি’‌র সিওও সুমেইর আহমেদ সঈদ। যদিও পিসিবি প্রধান মহসিন নকভি ছিলেন না মাঠে। কিন্তু সিওও কে পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যায়নি। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রাম এক অনুষ্ঠানে বলেছেন, ‘‌যতটুকু জানি পিসিবি চেয়ারম্যান মাঠে ছিলেন না। কিন্তু পিসিবি’‌র চিফ অপারেটিং অফিসার সঈদ মাঠে ছিলেন। এছাড়াও পিসিবি’‌র পক্ষে উপস্থিত ছিলেন উসমান ওয়াহলা।’‌ 


এই ঘটনায় যথেষ্ট বিতর্ক ছড়িয়েছে। আইসিসিকে অনেকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। বলা হচ্ছে আইসিসিই নাকি পিসিবি’‌র কাউকে পুরস্কার মঞ্চে আমন্ত্রণ জানায়নি। আক্রামের কথায়, ‘‌আয়োজক ছিলাম আমরা। আমাদের কি অধিকার ছিল না। মাঠে পিসিবি’‌র প্রতিনিধি উপস্থিত ছিলেন। কিন্তু মঞ্চে দেখা যায়নি। ওঁদের কি আমন্ত্রণ জানানো হয়নি। সত্যিটা কি জানি না। কিন্তু বিষয়টা একেবারেই ভাল হল না। পিসিবি’‌র কারও অন্তত মঞ্চে থাকা উচিত ছিল। মেডেল বা কাপ তুলে দেওয়াটা বড় বিষয় নয়। কিন্তু মঞ্চে থাকা উচিত ছিল।’‌