আজকাল ওয়েবডেস্ক: শতরান দিয়ে টেস্টে প্রত্যাবর্তন করেছেন 'কামব্যাক ম্যান' ঋষভ পন্থ। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন। প্রত্যাবর্তনের মঞ্চে পন্থের এই সাফল্যে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই। সতীর্থ থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ, ভক্তরা ২০২২ সালের ডিসেম্বরের সেই মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার স্মৃতিতে ফিরে যান। ঘটনার প্রায় ৬০০ দিন পর আবার নিজের জায়গায়, নিজের চেনা ছন্দে পন্থ। তাঁর এই প্রত্যাবর্তনে আবেগতাড়িত ওয়াসিম আক্রমও। একটি আবেগে মাখা বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুইংয়ের রাজা। ওয়াসিম আক্রম বলেন, 'পন্থের পারফরমেন্স দেখুন। এমন দুর্ঘটনা থেকে ফিরে মিরাকেল ঘটিয়ে দেখিয়ে দিয়েছে ও সুপারহিউম্যান। যেভাবে দুর্ঘটনা ঘটেছিল, পাকিস্তানে আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম। ব্যক্তিগতভাবে আমি খুবই চিন্তিত ছিলাম। ওকে নিয়ে টুইটও করেছিলাম।'
পন্থের কয়েকটা অনবদ্য শটের উল্লেখ করেন আক্রম। বিশেষ করে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে মারা শট। তিনি মনে করেন, বরাবরই প্রতিভাবান ছিলেন ঋষভ। কিন্তু মানসিক শক্তির জোরেই এই জায়গা থেকে ফিরে আসতে পেরেছেন। আক্রম বলেন, 'টেস্ট ক্রিকেট যেভাবে খেলত, অস্ট্রেলিয়ায় শতরান, ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে ব্যাট করেছিল তাতেই ওর প্রতিভার প্রকাশ পায়। বিশেষ করে টেস্টে জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে রিভার্স সুইপ। এমনকী প্যাট কামিন্সের বিরুদ্ধেও। ও বরাবরই স্পেশাল। এমন মর্মান্তিক দুর্ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এই পারফরম্যান্স, ছেলেটা মানসিকভাবে কতটা শক্তিশালী।' তাঁর প্রত্যাবর্তনের গল্প আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান ওয়াসিম আক্রম। যাতে ভবিষ্যতে কঠিন পরিস্থিতি থেকে ফিরতে অনুপ্রেরণা পায় তরুণ প্রজন্ম। আক্রম বলেন, 'পন্থের গল্প আগামী প্রজন্মদের জানা উচিত। যা বিশ্বের তরুণদের মোটিভেট করবে। পন্থের মতো তাঁরাও প্রত্যাবর্তন করতে পারবে। কামব্যাকের পর আইপিএলে ওর গড় ৪০। ৪৪৬ রান। স্ট্রাইক রেট ১৫৫। ও সত্যিই মিরাকেল কিড।' ২৭ সেপ্টেম্বর শুরু দ্বিতীয় টেস্ট। তাঁর ব্যাট থেকে আরও একটি অনবদ্য ইনিংসের অপেক্ষা থাকবে।
