আজকাল ওয়েবডেস্ক: এক দশকেরও বেশি মোহনবাগানে খেলার পর সদ্য অবসর নিয়েছেন শিল্টন পাল। এবার 'বাগানের ছেলে' হতে তৈরি আরও এক গোলকিপার। আরও পাঁচ বছরের জন্য মোহনবাগানের সঙ্গে চুক্তি বাড়ালেন বিশাল কাইত। অর্থাৎ ২০২৯ মরশুম পর্যন্ত সবুজ মেরুনের গোলের নীচে দেখা যাবে তাঁকে। আনোয়ার আলির ঘটনা থেকে শিক্ষা নিয়েছে মোহনবাগান কর্তৃপক্ষ। তাই আর কোনও সময় নষ্ট না করে বর্তমানে দেশের সেরা গোলকিপারের সঙ্গে চুক্তি নবিকরণ করল বাগান ম্যানেজমেন্ট। চুক্তির মেয়াদ বাড়ানোর পর বিশাল জানিয়ে দিলেন, আজীবন মোহনবাগানেই খেলতে চান। সমর্থকদের ভালবাসায় মুগ্ধ তিনি। বিশাল বলেন, 'আমি আজীবন মোহনবাগানেই‌ খেলতে চাই। সবুজ মেরুন সমর্থকদের ভালবাসা এবং আবেগ আমার কাছে খুবই দামী। তাই আরও ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবি না। সেই কারণেই এরকম লম্বা চুক্তি করলাম।' 

বাগান সমর্থকরা তাঁকে বিভিন্ন নামে ডাকে। কারোর কাছে তিনি 'উড়ন্ত বাজপাখি', আবার কারোর কাছে 'আওয়ার ফায়িং কাইট।' তিনি গোলের নীচে থাকলে বাড়তি ভরসা পায় দলে ডিফেন্ডাররা। আইএসএল এবং ডুরান্ড কাপ মিলিয়ে বাগানের জার্সিতে দু'বার সোনার গ্লাভস পাওয়া হয়ে গিয়েছে বিশালের। হিমাচল প্রদেশের রোহরু জেলা থেকে উঠে এসে ভারতীয় ফুটবলে‌ জায়গা করে নেন। এই প্রথম হিমাচলের কোনও ফুটবলার এত বড় মঞ্চে খেলার রেকর্ড করল। সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে পাঞ্জাব এফসি এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে টাইব্রেকারে দলকে বাঁচান। একাধিক দুর্দান্ত সেভ করেন। দলকে ডুরান্ড কাপের ফাইনালে তোলে বিশালের দস্তানা। তবে শেষরক্ষা হয়নি। ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে টাইব্রেকারে হারে মোহনবাগান। বিশালকে টেক্কা দেন গুরমীত। তবে ডুরান্ড ফাইনালে দলকে বাঁচাতে না পারলেও বর্তমানে দেশের সেরা গোলকিপারদের তালিকায় নিঃসন্দেহে থাকবেন সবুজ মেরুন কিপার। তবে তাসত্ত্বেও জাতীয় দলে এখনও ব্রাত্য বিশাল।