আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডে আবার অধিনায়কের ভূমিকায় বিরাট কোহলি। শুক্রবার গোলাপী বলের টেস্টের প্রথম দিন দীর্ঘ বছর পর আবার বাইশ গজে 'নেতা কোহলিকে' দেখা যায়। ফিল্ড সেট করতে রোহিত শর্মাকে সাহায্য করেন তারকা ক্রিকেটার। মার্নাস লাবুশেন এবং নাথান ম্যাকসুইনির পার্টনারশিপ ভাঙার জন্য উঠে পড়ে লাগেন বিরাট। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭তম ওভারে রোহিতের সঙ্গে লম্বা আলোচনা হয় কোহলির। তারপর ফিল্ড পরিবর্তন করতে দেখা যায় তাঁকে। নিজের স্লিপ পজিশন থেকে দৌড়ে গিয়ে মহম্মদ সিরাজের সঙ্গে কথা বলেন বিরাট। স্ট্র্যাটেজি ঠিক করেন। ফিল্ড পরিবর্তন নিয়েও আলোচনা করেন।শুরুতেই প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে পার্টনারশিপ গড়ে ওঠে অস্ট্রেলিয়ার। সেটা ভাঙতেই মরিয়া ছিলেন রোহিত, বিরাট।  

ভারতকে ১৮০ রানে অলআউট করে দেওয়ার পর শুরুতেই উসমান খোয়াজার উইকেট হারায় অস্ট্রেলিয়া। দিনের শেষে ১ উইকেট হারিয়ে অজিদের রান ছিল ৮৬। ৯৪ রানে পিছিয়ে ছিলেন কামিন্সরা। ক্রিজে ছিলেন ম্যাকসুইনি এবং লাবুশেন। ভারতীয় ব্যাটিং লাইন আপের প্রধান ঘাতক মিচেল স্টার্ক। ম্যাচের প্রথম বলেই যশস্বী জয়েসওয়ালকে ফেরান। ৪৮ রানে তুলে নেন ৬ উইকেট। টেস্ট ক্রিকেটে এটাই তাঁর সেরা বোলিং। গোধূলিলগ্নে অ্যাডিলেডে গোলাপী বলের বিরুদ্ধে ব্যাট করা কঠিন। ব্যক্তিগত ১৩ রানে ফেরেন উসমান খোয়াজা। খাতা খুলতে ১৭ বল নেন ম্যাকসুইনি। ৩ রানের মাথায় জীবন ফিরে পান। তাঁর ক্যাচ ফস্কান ঋষভ পন্থ। শুরুটা নড়বড়ে হলেও শেষপর্যন্ত টিকে যান লাবুশেনও।‌